চিতলমারীতে সাংবাদিকের ঘরে চুরি

প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২০

বিভাষ দাস, চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারীতে ফটো সাংবাদিক প্রমিত বসুর বাড়িতে চুরি হয়েছে। শনিবার দিবাগত রাত তিন টার দিকে উপজেলার কুরমুনি গ্রামে এ চুরির ঘটনা ঘটে। এসময় চোরেরা ফটো সাংবাদিক প্রমিত বসুর একটি স্টিল ক্যামেরা, একটি ভিডিও ক্যামেরা, একটি কম্পিউটারসহ ঘরে থাকা নগদ ৫৩ হাজার টাকা চুরি করে পালিয়ে যায়।

প্রমিত বসু জানায়, রাত ১২ টা পর্যন্ত সে জেগে ছিল। পরে আনুমানিক রাত ৩ টার দিকে তার বোনের ঘুম ভাঙলে দরজা খোলা দেখে। এরপর তার ডাকে সবাই উঠে দেখে ক্যামেরা, কম্পিউটার, টাকাসহ বেশকিছু কাগজপত্র চুরি হয়ে গেছে। একসপ্তাহ আগে তারা একটি গরু বিক্রি করেছিল।
এ বিষয়ে চিতলমারী থানার ওসি মীর শরিফুল হক বলেন, চুরির ঘটনা শোনামাত্র সেখানে পুলিশ পাঠিয়েছি। চোরদের ধরার জন্য চেষ্টা চালাচ্ছি।