চিতলমারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২০

বিভাষ দাস চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারীতে “দুর্যোগ ঝুঁকি হ্রাস পূর্ব প্রস্তুতি টেকসই উন্নয়নে আনবে গতি” প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (১০ মার্চ) সকালে চিতলমারী উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা এবং শিশু শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: বাবুল হোসেন খান, বঙ্গবন্ধু সরকারী মহিলা মহাবিদ্যালয় অধ্যক্ষ মো: বাবুল মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, ইউপি চেয়ারম্যান শেখ নিজামুদ্দিন, অহিদুজ্জামান কাকা মিয়া, কাজী আজমীর আলী প্রমুখ।

অন্যাঅন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো: সোহরাব হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মো: আমিনুল ইসলামসহ আগত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও এলাকার সুধীজন।