চিতলমারীতে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ

প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২০

নিজস্ব সংবাদদাতা,চিতলমারী : বাগেরহাটের চিতলমারীতে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। চর ডাকাতিয়া মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে ও বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির পৃষ্ঠপোষকতায় শনিবার সকাল সাড়ে ১১ টায় বিদ্যালয় সেমিনার হলে আনুষ্ঠানিক ভাবে এ স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি অশোক কুমার বড়াল।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র মন্ডল, সহকারি প্রধান শিক্ষক ভবানী শংকর মন্ডল, ব্যবস্থাপনা কমিটির সদস্য নিখিল মিস্ত্রী, নিহার বালা, দিলিপ মন্ডল, মুকুন্দ বালা, অজিত কুমার দাস, কাশিনাথ বিশ্বাস, সেফালী পান্ডেসহ বিদ্যালয়ের শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। এ সময় বিদ্যালয়ে এ বছর ষষ্ঠ শ্রেণীতে ভর্তিকৃত ৫৬ জন শিক্ষার্থী ও বিভিন্ন পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ১৫ জন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।