চৌগাছা উপজেলা চেয়ারম্যান পদে এসএম হাবিব নির্বাচিত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:৫১ পূর্বাহ্ণ, মে ২২, ২০২৪ অনলাইন ডেস্ক : যশোরের চৌগাছা উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় বার উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান। তিনি এর আগে ৩য় ও ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হয়। ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীর সাথে বিদ্রোহী প্রার্থী হয়ে পরাজিত হয়। গতকাল ২১ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলার ৮১ টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন সম্পন্ন হয়েছে। এই ভোটে এসএম হাবিবুর রহমান (আনারস) পেয়েছেন ৩২ হাজার ৫৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য ড. মোস্তানিছুর রহমান (মোটর সাইকেল) পেয়েছেন ২৭ হাজার ৯৪৬ ভোট। এস এম হাবিবুর রহমান ৩য় বারের মতো চৌগাছা উপজেলা পরিষদের দায়িত্ব পেলেন । এদিকে প্রথম বারের মতো মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক নাছিমা খানম (হাঁস প্রতিক)। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা শামিম রেজা নির্বাচিত হয়। ২১ মে ২য় ধাাপে ৬ ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উপজেলার ৮১ টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ইভিএমে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। এই উপজেলায় ২০২১ সালের ১৪ ফেব্রয়ারি চৌগাছা পৌরসভা নির্বাচনে প্রথমবার ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে পৌরসভার বাইরে ১১টি ইউনিয়নের ভোটাররা এবারই প্রথম ইভিএমে ভোট দিলেন।ভোট গ্রহন শেষে সন্ধ্যায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটর্নিং কর্মকর্তা সুষ্মিতা সাহা নির্বাচনের ফল বেসরকারিভাবে ঘোষণা করেন। উল্লেখ্য উজেলায় ১ পৌরসভা ও ১১ টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৯৬ হাজার ৪৪২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৯ হাজার ২৩৬ জন এবং নারী ভোটার ৯৭ হাজার ২০৬ জন। Share this:FacebookX Related posts: চৌগাছা ছাত্রলীগের সভাপতির দুই পা ভেঙ্গে দিল চিহ্নিত সন্ত্রাসীরা শিশুশ্রম নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত যশোরের শার্শায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত : আহত ২০ মাগুরায় বন্দুকযুদ্ধে দুই ডাকাত সর্দার নিহত সরকার শিশুস্বাস্থ্যের উন্নয়নে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে -সিটি মেয়র সাতক্ষীরায় কাঁঠালের বাম্পার ফলন যাত্রীবাহীবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ নিহত ২ জীবনের ঝুঁকি নিয়ে পার হচ্ছে হাজারও মানুষ,বাঁশের সাকোটি এখন মরণ ফাঁদ চিতলমারীতে আগুনে দোকান পুড়ে ছাঁই, ব্যাপক ক্ষয়ক্ষতি চিতলমারীতে সরকারি চাল বিতরণে অনিয়ম চিতলমারীতে সংখ্যালঘুর জমি দখল চেষ্টার অভিযোগ সাতক্ষীরায় বজ্রপাতে নিহত ২ SHARES Matched Content খুলনা বিভাগ বিষয়: উপজেলা চেয়ারম্যান পদেএসএম হাবিব নির্বাচিতচৌগাছা