চিতলমারীতে কর্মহীন শ্রমজীবিদের মাঝে খাদ্য সহায়তা প্রদান

প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২০
চিতলমারীতে কর্মহীন শ্রমজীবিদের মাঝে খাদ্য সহায়তা প্রদান

বিভাষ দাস, চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি : করোনা ভাইরাস সংক্রমনের কারনে ঘরবন্দী কর্মহীন শ্রমজীবিদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বাগেরহাট ১ আসনের এমপি শেখ হেলাল উদ্দীন প্রেরিত খাদ্য সামগ্রী সোমবার বেলা ১২টায় বিতরণ করা হয়।

উপজেলার ৫ নং চিতলমারী সদর ইউনিয়ন ও ৬ নং চরবানিয়ারী ইউনিয়নের গরীব ও কর্মহীন পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বাড়ীতে বাড়ীতে গিয়ে পৌছে দেয়া হয় এসব খাদ্যসামগ্রী। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল ৩০ কেজি চাউল, ১ লিটার তেল, ২ কেজি আলু, ২ কেজি লবন ও ১ কেজি ডাউল।

খাদ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য’র এপিএস মোঃ ফিরোজুল ইসলাম, জেলা প্রশাসক মোঃ মামুনুর রশিদ, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যঅন অশোক কুমার বাড়াল, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারন সম্পাদক পীযূষ কান্তি রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মাহাতাবুজ্জামান, চিতলমারী সদর ইউপি চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন, চরবানিয়ারী ইউপি চেয়ারম্যান অর্চনা দেবী বড়াল (ঝর্ণা) প্রমূখ।