চিতলমারীতে করোনা প্রতিরোধে স্থানীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক সভা

প্রকাশিত: ১২:৫৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২১

বিভাষ দাস, চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারীতে বেসরকারী এনজিও ব্র্যাক এর উদ্যোগে কোভিড-১৯ মোকাবেলায় কমিউিনিটি সম্পৃক্ত করণ ও কমিউনিটি ক্লিনিক কার্যক্রম জোরদার করণ প্রকল্পের অন্তর্গত কমিউনিটিতে করোনাভাইরাস প্রতিরোধে স্থানীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টায় ব্র্যাকের নিজস্ব সভা কক্ষে শিবপুরই উনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান কাকা মিয়ার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুন হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুন্সি শহীদুল ইসলাম লিটন, ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এসএম শোয়েল মোল্লা, চিতলমারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিভাষ দাস। এ ছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ে শিক্ষক, ইউপি সদস্য, ব্র্যাকের কর্মসূচি সংগঠক মোঃ তরিকুল ইসলাম, উজ্জ্বল কুমার বিশ্বাস প্রমূখ।

চিতলমারী ব্র্যাকের এরিয়া ম্যানেজার (কোভিট-১৯ প্রোগ্রাম)অচিন্ত কুমার বোস জানান, কোভিড করোনা ভাইরাস মোকাবেলায় আমরা স্থানীয় নেতৃবৃন্দদের নিয়ে কমিউনিটি ক্লিনিকে সম্পৃক্ত করণ, মাক্স বিতরণ, সাবান বিতরণ, টেলিমেডিসিন সেবাসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। আমাদের মাঠ পর্যায়ের কর্মীরা খানা পর্যায়ে জরিপ করে অসুস্থ্যদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করবেন।

গুরুতর অসুস্থ্য হলে তাকে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এ ব্যপারে রুগি প্রয়োজনে কেন্দ্রে নিয়োজিত ডাক্তারের সংগে মোবাইলে কথা বলে পরামর্শ গ্রহণ করতে পারবেন। কেন্দ্রে সার্বক্ষনিক ডাক্তারী পরামর্শ দেয়ার জন্য নিয়োজিত থাকেন। এছাড়াও গ্রাম পর্যায়ে অসুস্থ্য লোকের চিকিৎসার জন্য, পরামর্শ, ঔষধ সরবরাহ, পুষ্টি কণা বিতরণ এবং গর্ভবতী মায়েদের চিকিৎসা সেবা নিশ্চত করার কর্মসূচি রয়েছে।