কর্মহীন লেদার শ্রমিকদের মাঝে সিটি মেয়রের খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২০

আতিয়ার রহমান,খুলনা : করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় গতকাল রবিবার সকালে নগরীর শঙ্খ মার্কেট চত্বরে ৮৫ জন কর্মহীন লেদার শ্রমিকদের মাঝে আট কেজি করে চালসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।খাদ্যসামগ্রী বিতরণকালে সিটি মেয়র বলেন, করোনাভাইরাস প্রতিরোধে নিজ থেকেই বেশি সচেতন হতে হবে এবং সরকারি স্বাস্থ্যবিধিগুলো সকলের মেনে চলতে হবে।

করোনার কারণে সরকার ঘরে থাকা অসহায়, দরিদ্র, দিনমজুর, কর্মহীনসহ সকল পর্যায়ের মানুষের মাঝে পর্যাপ্ত পরিমাণে খাদ্যসামগ্রী এবং নগদ অর্থ বিতরণ করে যাচ্ছে।

খাদ্যসামগ্রী বিতরণকালে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রণজিৎ কুমার ঘোষ, লেদার শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সেলিম, সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।