চিতলমারীতে তুচ্ছ ঘটনায় শিশুর আত্মহত্যা

প্রকাশিত: ১:২১ পূর্বাহ্ণ, মার্চ ৩, ২০২০

বিভাষ দাস, চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারীতে তুচ্ছ ঘটনায় মায়ের উপর নিরব অভিমানে মাত্র ১২ বছর বয়সে গলায় ফাঁস দিয়ে না ফেরার দেশে পাড়ি জমালো আশরাফুল আলম মুনিম। শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির মেধাবী ছাত্র সে।

উপজেলার শিবপুর গ্রামে অবসরপ্রাপ্ত সৈনিক মিজানুর রহমানের তৃতীয় পুত্র সে। পরিবার সূত্রে জানা যায়, তুচ্ছ বই পড়ার ঘটনাকে নিয়ে মায়ের সাথে মনোমালিন্য হলে সে কাউকে কিছু না জানিয়ে মঙ্গলবার সন্ধ্যায় বাড়ীর উঠানে লিচু গাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

খোজা খুজির এক পর্যায়ে তাকে গাছে ফাঁসলাগানো অবস্থায় দেখে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করেন।

উল্লেখ্য, মৃত আশরাফুল আলম মুমিন চিতলমারী উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা হোসেন কামাল স্বপ্নার ভাইপো।