জীবন নিয়ে বিপাকে নরসুন্দর জীবন শিকদার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২০ বিভাষ দাস, চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি : জীবনের সুখের নেই। অর্থিক অনটনে থমকে গেছে তার সংসারের চাকা। কিছুদিন আগেও পকেটে ছিল নগদ টাকার ঝনঝনানি। এখন নুন আনতে পান্তা ফুরায় তার। গতকাল এমনটাই জানিয়েছেন উপজেলার খড়মখালী গ্রামের সেলুন মালিক জীবন সিকদার। সে হিজলা ইউনিয়নের কুরালতলা গ্রামের মৃত শশীভুষন সিকদারের ছেলে। পেশায় একজন দক্ষ নরসুন্দর সে। অন্যের মাথার এলোমেলো চুল ছেঁটে উপার্জন দিয়ে নিজের সংসার সাজিয়েছেন মনের মতো করে। কিন্তু তার সোনার সংসারে নেমে এসেছে কালো মেঘের ছায়া। একসময় দিনে হাজার থেকে ১৫ শ টাকা রোজগার ছিল তার। এখন বিশ্ব মহামারি নোভেল করোনা ভাইরাস এসে থমকে গেছে জনজীবন। শহর থেকে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ছে করোনা রোগী। করোনার ভয়ে নিতান্ত পরিচিত ছাড়া সেলুনে আসেনা কেউ। ফলে এখন দিনে ৬০ থেকে ৭০ টাকা আয় হচ্ছে তার। সামান্য এই রোজগারে ঘর ভাড়া দিয়ে সংসার চালানো আর সম্ভব হচ্ছেনা। পরিবারে তার স্ত্রী সন্তান মিলিয়ে ৪ সদস্য। মাঠে জমি আছে মাত্র আড়াই কাঠা। জীবন সিকদার জানায়, আগে দৈনিক হাজার থেকে প্রায় ১৫শ টাকা আয় হতো। এখন দিনে ’শ পোড়ে না। সরকারি ভাবে কেবল ১৫ কেজি চাল, সামান্য কিছু ডাল, লবন, তেল ছাড়া আর কিছু পাইনি। প্রায় তিন মাস ধরে সেলুন বন্ধ। মাঝেমধ্যে দুই একজন পরিচিত ছাড়া কেউ আসে না। এতে আর সংসার চালাতে পারছিনা। পুর্বপুরুষের এই পেশা ছাড়া অন্য কোন কাজ না জানায় এখন মরন দসা হয়েছে আমার। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলমের সাথে কথা বল্লে তিনি বলেন, ‘সরকারী ভাবে তাদের সাহায্য দেয়া হয়েছে। তার পরেও যারা এমন অবস্থায় আছে তারা আমাকে এসে জানালে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’ Share this:FacebookX Related posts: নড়াইলে প্রতিবন্ধীদের মাঝে মাশরাফির পক্ষ থেকে কম্বল বিতরণ দুর্বিষহ জীবন যন্ত্রনা : খুলনার কিশোরী মিতু’র রোগ ধরতে পারছে না চিকিৎসকরা ইবি শিক্ষার্থী সোহেলের বাঁচার আকুতি! বেনাপোলস্থ চট্রগ্রাম বিভাগীয় সমিতি’র উদ্যোগে এতিম শিশুদের শীতবস্ত্র বিতরণ ‘শেখ হাসিনার কাছেই বাংলাদেশ নিরাপদ’ চিতলমারীতে একমাত্র ওয়্যারম্যান দিয়ে চলছে বিটিসিএল অফিস কেসিসি’র সড়ক বন্ধ করে দেওয়াল নির্মাণ দুর্ভোগে এলাকাবাসী বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির পরিচিত সভা ও দোয়া মাহফিল বিএল কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করলেন খুলনা সিটি মেয়র বাগেরহাটে ডাক্তারের বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট শরণখোলায় বেড়িবাঁধ ভেঙ্গে ডুবে গেছে ঘরবাড়ি-মৎস্য ঘের রাসমেলায় যেতে বন বিভাগের পাঁচটি নিরাপদ রুট নির্ধারণ SHARES Matched Content খুলনা বিভাগ বিষয়: জীবন নিয়ে বিপাকেজীবন শিকদারনরসুন্দর