ভারতে গিয়ে ‘নিখোঁজ’ এমপি আনোয়ারুল আজীম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, মে ২১, ২০২৪ অনলাইন ডেস্ক : ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ রয়েছেন। তার খোঁজ পেতে আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে গেছেন। রোববার বিকালে তিনি রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে যান। বিষয়টি নিশ্চিত করে সংসদ সদস্য সদস্যের মেয়ে মুমতারিন ফেরদৌস বলেন, আমার বাবা ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম নিখোঁজের ঘটনায় ডিবিকে অবহিত করতে এসেছি।গত ১১ মে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য কলকাতায় যান বলে জানিয়েছে তার পরিবার। সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুর রউফ জানান, গত ১১ মে সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার চিকিৎসার জন্য ভারতে যান। কিন্তু এরপর বৃহস্পতিবারে শেষ কথা হয়েছে। তিন দিন পার হলেও পরিবারের সদস্যরা তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেননি। কালীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবু আজিফ জানান, স্থানীয় এমপির নিখোঁজ থাকার খবর লোকমুখে শুনেছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। আনোয়ারুল আজীম আনার ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য। তিনি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে টানা ৩ বার আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। Share this:FacebookX Related posts: মাগুরা আওয়ামী লীগ সভাপতির ইন্তেকালে শোক প্রধানমন্ত্রীর সাজা শেষে কারাগার থেকে মুক্তি পেয়ে স্বদেশে গেল ভারতীয় ৬৩ জেলে শনিবার খুলনা যাচ্ছেন শিক্ষামন্ত্রী ৩০ জন মাঝিমাল্লা নিয়ে সাগরে নৌকাডুবি, নিখোঁজ ১৭ অনিয়ম-কারচুপির অভিযোগে সিইসির বিরুদ্ধে ৩ মামলা আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু মধ্যরাত থেকে ৬৫ দিন সাগরে মাছ ধরা নিষিদ্ধ মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত অমিত হাবিব বেনাপোল বন্দরে দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ফের খুলনার নগর পিতা তালুকদার আব্দুল খালেক সুন্দরবনের আগুন নেভাতে সময় লাগবে ২-৩ দিন SHARES Matched Content খুলনা বিভাগ বিষয়: এমপি আনোয়ারুল আজীমনিখোঁজভারতে গিয়ে