মহেশপুরে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৪ অনলাইন ডেস্ক : ঝিনাইদহের মহেশপুরে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩ জন। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ৮টার দিকে খালিশপুর-মহেশপুর সড়কের ভালাইপুর দরগাতলা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মহেশপুর উপজেলার পান্তাপাড়া ইউপির ঘুগরী গ্রামের রিমাজ উদ্দিন মালিথার ছেলে আলমগীর (৩৫) ও একই ইউপির পান্তাপাড়া গাবতল গ্রামের মৃত হাজি আব্দুর গনির ছেলে কাশেম আলী (৬০)। আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেস্কে নিয়ে গেলে অবস্থা গুরুত্ব হওয়ায় তাদের যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে মহেশপুর উপজেলা শহর থেকে যাত্রীবাহি সিএনজি (মাহেন্দ্র) ঝিনাইদহের দিকে যাচ্ছিল। পথিমধ্যে উপজেলার ভালাইপুর দরগাতলা নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি বালি বোঝায় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়, আহত হয় আরো ৩ জন। আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে অবস্থা গুরুত্ব হওয়ায় তাদের যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। মহেশপুর থানান ওসি মাহাবুবুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। Share this:FacebookX Related posts: যাত্রীবাহীবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ নিহত ২ যশোরে মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ডুমুরিয়ায় মাহেন্দ্রা-বাস সংঘর্ষে নিহত ২, আহত ১ ওভারটেক করতে গিয়ে বাস পানিতে, নিহত ২ বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২ কুষ্টিয়ায় ট্রাক-মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ট্রাকের পেছনে পিকআপভ্যানের ধাক্কা, নিহত ২ দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কা, নিহত ২ যশোরে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২ সাতক্ষীরায় বজ্রপাতে নিহত ২ দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ SHARES Matched Content খুলনা বিভাগ বিষয়: ট্রাক ও সিএনজিনিহত ২মহেশপুরেমুখোমুখি সংঘর্ষে