হালুয়াঘাটে সুধীজনদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

প্রকাশিত: ১১:৩৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২২

দেওয়ান নাঈম,হালুয়াঘাট:

ময়মনসিংহের নবাগত পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম যোগদানের পর প্রথমবারের মতো হালুয়াঘাট থানা পরিদর্শনে আসেন।

রবিবারে রাতে এ উপলক্ষে হালুয়াঘাট থানা পুলিশের আয়োজনে থানা হলরুমে সুধী সমাবেশ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শাহিনুজ্জামান খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হালুয়াঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, অতিরিক্ত পুলিশ সুপার আবু রায়হান, হালুয়াঘাট সার্কেল এর নবাগত এএসপি সাগর দিপা বিশ্বাস, উপজেলা আ’লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, পৌরসভার মেয়র ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক খাইরুল আলম ভূঞা, সিনিয়র সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদ, সহ-সভাপতি মোর্শেদ আনোয়ার খোকন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব এম সুরুজ মিয়া,সাধারণ সম্পাদক ওয়ারিছ উদ্দিন সুমন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়াম্যান, সাংবাদিক, ব্যবসায়ীসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।

এ সময় পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা প্রধান অতিথির বক্তব্যে উপজেলার আইনশৃঙ্খলা, মাদক, জুয়া, ছিনতাই, চুরি-ডাকাতি, ইভটিজিং, বাল্যবিবাহ রোধে সুধীসমাজের সার্বিক সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য নবাগত পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা এর আগে জয়পুরহাট জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।