হালুয়াঘাটে উপজেলা আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, জুন ৬, ২০২২

::দেওয়ান নাঈম,হালুয়াঘাট::ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুন) দুপুরে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো.সোহেল রানা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট ড.মোস্তারী জাহান ফেরদৌস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যা মো.শাখাওয়াত হোসেন ফকির, সহকারী কমিশনার (ভূমি) মো.তৌহিদুর রহমান,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো.মাসুদুর রহমান,অফিসার ইনচার্জ (ওসি) মো.শাহীনুজ্জামান খান,আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংকের ম্যানেজার মো. আবু শামীম আজাদ,উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফারহানা মোহাচ্ছীন,ফুলপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌসুমী আক্তার, হালুয়াঘাট উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক মো.দেলোয়ার হোসেন প্রমূখ।

ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ৫ জন আনসার সদস্যকে বাইসাইকেলসহ ৩২ জন সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত সমাবেশে ২০০ জন আনসার ও ভিডিপি সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফুলবাড়িয়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রত্না।