ঢাকা-দিল্লি সম্পর্কে চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ২:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৫ অনলাইন ডেস্ক : ছাত্র–জনতার অভ্যুত্থানে ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ইতিহাসের সবচেয়ে বেশি টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ–ভারত সম্পর্ক। দ্বিপক্ষীয় সম্পর্কে দেখা দেওয়া এই চ্যালেঞ্জের বিষয়টি স্বীকার করে নিয়েছে দুই নিকট প্রতিবেশী দেশ। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে। ওমানের রাজধানী মাস্কাটে ভারত মহাসাগরীয় সম্মেলনের (ইন্ডিয়ান ওশান কনফারেন্স) ফাঁকে তাদের মধ্যে এই বৈঠক হয়। বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তৌহিদ হোসেন ও জয়শঙ্কর দুই দেশের পারস্পরিক স্বার্থ ও উদ্বেগের বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। বৈঠকে গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে দুজনের আলোচনার প্রসঙ্গ উল্লেখ করা হয়। পাশাপাশি গত ডিসেম্বরে ঢাকায় দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক এবং ১০ ও ১১ ফেব্রুয়ারি জ্বালানি উপদেষ্টার দিল্লিতে একটি সম্মেলনে যোগদানের বিষয়টিও উঠে আসে। বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও জয়শঙ্কর আশা প্রকাশ করেছেন, ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠেয় দুই দেশের সীমান্তরক্ষীদের মহাপরিচালক পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে আলোচনার মধ্য দিয়ে সীমান্ত–সংশ্লিষ্ট বিষয়গুলোর সুরাহা হবে। বৈঠকের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এক্সে (সাবেক টুইটার) একটি পোস্ট দিয়েছেন। দুজনের ছবি দিয়ে তিনি ওই পোস্টে লিখেছেন, ‘বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ হলো। আলোচনার কেন্দ্রে ছিল দ্বিপক্ষীয় সম্পর্ক, বিমসটেক।’ Share this:FacebookX Related posts: ঢাকা সিটিতে আ’লীগ মেয়রপ্রার্থী আতিক ও তাপসের জয় ঢাকা-নারায়ণগঞ্জের লকডাউন আরও জোরদার করতে হবে : স্বাস্থ্যমন্ত্রী অর্থনীতির ওপর সম্ভাব্য বিরূপ প্রভাব থেকে উত্তরণে ৪ পরিকল্পনা ড. বেনজীরকে গার্ড অব অনার, নিলেন আইজিপির দায়িত্ব প্রমাণিত হলে লঞ্চ দুর্ঘটনায় হত্যা মামলা হবে ডিএমপিতে এডিসি-এসি পদমর্যাদার ৬ কর্মকর্তার বদলি করোনায় মৃত্যুর মিছিলে আরও ২৬ জন এলডিসি থেকে উত্তরণের চূড়ান্ত সুপারিশ পেয়েছে বাংলাদেশ টিকার কোনো অভাব হবে না: স্বাস্থ্যমন্ত্রী ব্যবসায়ীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধুর ভাষণ সব প্রজন্মের জন্য এক অমূল্য সম্পদ: প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকায় ভোট চাইলেন শেখ হাসিনা SHARES Matched Content জাতীয় বিষয়: চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপঢাকা-দিল্লি সম্পর্ক