ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৫ প্রকাশিত: ১২:১৪ পূর্বাহ্ণ, আগস্ট ১৫, ২০২১ নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ত্রিশালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। আজ শনিবার (১৪ই আগস্ট) রাত ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বৈলর বড়দিঘীরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১৫ জন। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বলেন, ঘটনাস্থলে তিনজন ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর আরও দু’জন মারা গেছেন। তবে, তাৎক্ষনিক নিহতদের নাম-ঠিকানা জানাতে পারেননি তিনি। পুলিশ ও স্থানীয়রা জানায়, ত্রিশালের বৈলর বড়দিঘীরপাড় এলাকায় একটি ট্রাক দাঁড়ানো ছিল। ঢাকা থেকে হালুয়াঘাটগামী ইমাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিন ব্যক্তি নিহত হন। আহত হন অন্তত ১৭ জন। পরে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে আরও দু’জন মারা গেছেন। এ বিষয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, আহত ১৭ জনকে হাসপাতালে আনার পর আরও দু’জন মারা গেছেন। এ বিষয়ে ময়মনসিংহ জেলা ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার হেলিম মিয়া বলেন, নিহতদের পরিচয় শনাক্তে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। সময় সংবাদ/ডি,এন Share this:FacebookX Related posts: ময়মনসিংহে হেরোইনসহ আটক-১ ময়মনসিংহে ৩ কেজি গাঁজা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে মাদক বহনকারী গাড়ীসহ গ্রেফতার-১ ময়মনসিংহে পুলিশের নির্যাতনে মৃত্যুর অভিযোগে ২ এসআই ক্লোজড ময়মনসিংহে পুলিশের নির্যাতনে মৃত্যু নিয়ে ধূম্রজাল ময়মনসিংহে টিসিবি’র ৪২ লিটার সয়াবিন তেল উদ্ধার আটক-২ ময়মনসিংহে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস উদ্বোধন করলেন গণপূর্ত প্রতিমন্ত্রী ময়মনসিংহে বিদেশী পিস্তল ও গুলি ভর্তি ম্যাগাজিনসহ গ্রেফতার-১ ময়মনসিংহে হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামী আটক ময়মনসিংহে করোনার সংক্রমণ ২ হাজার ছাড়াল ময়মনসিংহে ৬.৫ লিটার দেশীয় মদ, মাদক বিক্রির নগদ টাকাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে ৫৮৫ বোতল ফেন্সিডিল, ২৭ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক SHARES Matched Content জেলা/উপজেলা বিষয়: ৫ট্রাকেথাকাদাঁড়িয়েধাক্কানিহতবাসেরময়মনসিংহে