হালুয়াঘাটে প্রতারক চক্রের দুই সদস্য আটক

প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২২

দেওয়ান নাঈম,হালুয়াঘাট: ময়মনসিংহের হালুয়াঘাটে সিনজেনটার নকল ভিরতাকো কীটনাশক বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত প্রতারক চক্রের দুই সদস্যকে কারাদন্ড ও জরিমানা করেছে।
গতকাল সকালে উপজেলার হালুয়াঘাট নালিতাবাড়ী সড়কের হোটেল মারুফ ইন্টারন্যাশনাল এর তিন তলা ভবন থেকে তাদেরকে আটক করা হয়। দন্ড প্রাপ্তরা হলেন, নান্দাইলের উত্তর বানাইল গ্রামের আব্দুল  মান্নানের পুত্র শরীফুজ্জামান (৩৭) ও একই এলাকার মো. নজরুল ইসলামের ছেলে মো. তৌফিকুল ইসলাম(৫০)।

এ সময় ভ্রামমাণ আদালতের নির্বাহী হাকিম ও এসিল্যান্ড মো. তৌহিদুর রহমান নকল কীটনাশক বিক্রির দায়ে শরীফুজ্জামান ’কে ২শত টাকা জরিমানা ও দুইমাসের বিনাশ্রম কারাদন্ড ও তৌফিকুল ইসলাম’কে ১শত টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। এ সময় তাদের কাছ ১টি মোটরসাইকেল, ২টি মোবাইল ফোন ও ৪২ হাজার টাকার নকল কীটনাশক জব্দ করা হয়। পরে দন্ডপ্রাপ্তদের জেল হাজতে পাঠানো হয়।

জানা যায়, তারা  দীর্ঘ দিন ধরে উপজেলার কীটনাশক দোকানগুলোতে বিভিন্ন কোম্পানীর নকল কীটনাশক বিক্রি করে আসছিলো।
ভ্রাম্যমাণ আদালতে অভিযানের সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদুর রহমান, থানার এস আই আতাউর রহমান,সিনজেনটার পরিবেশক অধ্যাপক এমদাদুল ইসলাম,সিনজেনটার সিনিয়র সেলস ইউনিট লিডার কৃষিবিদ মো.মিজানুর রহমান, সিনজেনটার পরিবেশক ও ইসলাম এন্ড ব্রাদার্স এর স্বত্বাধিকারী হাজী মোঃ আজহারুল ইসলাম,সিনজেনটার এসপিও মো.আবুল হোসেন প্রমূখ।