হালুয়াঘাটে আমন ধান চাল সংগ্রহের উদ্বোধন

প্রকাশিত: ১২:৫২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২২

দেওয়ান নাঈম,হালুয়াঘাট:ময়মনসিংহের হালুয়াঘাটে অভ্যন্তরীন আমন সংগ্রহ সরকারিভাবে ২০২২-২৩ অর্থবছরে অভিযানের আওতায় ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলা খাদ্য গুদামে ফিতা কেটে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা হাসান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খাইরুল আলম ভূঞা, সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ আবদুর রশিদ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা খাদ্য কর্মকর্তা মো. হাসান আলী মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলাল উদ্দিন, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা খন্দকার মুনতাসির মামুন, আমতৈল খাদ্য গোদাম কর্মকর্তা দিপায়ন মজুমদার,বিশিষ্ট ধান্য ব্যবসায়ী আজিজুল ইসলাম, রেজাউল করিম ইরান প্রমুখ।

উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা খন্দকার মুনতাসির মামুন বলেন, চলতি আমন মৌসুমে কৃষকদের নিকট
থেকে ২৮ টাকা কেজি দরে ১ হাজার ২শত ৪৫ মেট্রিক টন ধান ও ৪২ টাকা কেজি দরে ১ হাজার ২শত ৫৩ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।