হালুয়াঘাট সাধারণ পাঠাগারের নব নির্বাচিত কমিটির পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা

প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২২

::দেওয়ান নাঈম,হালুয়াঘাট::
হালুয়াঘাট উপজেলা আ’লীগের সভাপতি ও ময়মনসিংহ-১,(হালুয়াঘাট-ধোবাউড়া)আসনের সংসদ সদস্য জুয়েল আরেং কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন হালুয়াঘাট সাধারণ পাঠাগারের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।

শনিবার ( ১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংসদ সদস্যের কচুন্দরার নিজ বাসভবনে এই ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।

পরে প্রয়াত সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এডভোকেট প্রমোদ মানকিনের সমাধিস্থলে পুস্পস্তবক অর্পণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন হালুয়াঘাট সাধারণ পাঠাগারের নব নির্বাচিত কমিটির সভাপতি মো.খালেদুর রহমান আকন্দ,সহ-সভাপতি দেবাশীষ দত্ত,সাধারণ সম্পাদক মো. ফেরদৌস আলম, যুগ্ম সাধারণ সম্পাদক রওশন কামাল রনি,শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো.আশরাফুল ইসলাম,ক্রীড়া সম্পাদক মোছা.সায়ফুন নাহার লিপি, সমাজ কল্যাণ সম্পাদক মো. হুমায়ুন কবির,সদস্য দেওয়ান নাঈম,মহিলা সদস্য গীতা দত্ত প্রমূখ।