হালুয়াঘাট প্রেসক্লাবের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন

প্রকাশিত: ১:১২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২১
হালুয়াঘাট প্রেসক্লাবের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন
দেওয়ান নাঈম,হালুয়াঘাট:কেক কাটাসহ নানা আনুষ্ঠানিকতায় মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন করেছে হালুয়াঘাট প্রেসক্লাব।

মঙ্গলবার (২৮ সেপ্টম্বর)  রাতে প্রেসক্লাব কার্যালয়ে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করা হয়। হালুয়াঘাট প্রেসক্লাবের  সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জোটন চন্দ্র ঘোষ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে অনুষ্ঠানটি শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট ও ধোবাউড়া)আসনের সংসদ সদস্য জুয়েল আরেং।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ আনোয়ার খোকন, উপজেলা যুবলীগের আহবায়ক নাজিম উদ্দিন প্রমূখ।

এছাড়াও উপস্থিত ছিলেন হালুয়াঘাট প্রেসক্লাবের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম,তথ্য প্রযুক্তি ও প্রচার সম্পাদক এম.এ খালেক, সম্মানীত সদস্য এম.এ হামিদ, দুলাল রায় ও এম.এ মালেক,প্রমূখ।

এ সময় বক্তারা বলেন,‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। মহান মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি ও তার দোসররা শেখ হাসিনাকে হত্যার জন্য একাধিকবার ষড়যন্ত্র করেছে, হামলা চালিয়েছে। কিন্তু দেশবাসীর দোয়ায় তিনি এখনও দেশের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছেন।’