হালুয়াঘাটে কৃষকদের সাথে মতবিনিময় সভা

প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২২

::দেওয়ান নাঈম,হালুয়াঘাট::ময়মনসিংহের হালুয়াঘাটে কৃষকদের সাথে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ আশরাফ উদ্দিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম গোবরাকুড়া গ্রামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় স্থানীয় কৃষক আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ আশরাফ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো.মাসুদুর রহমান, অতিরিক্ত কৃষি অফিসার মো.সাইফুল ইসলাম,উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আ ন ম মাহবুবুল হক অপু ,উপ সহকারী কৃষি কর্মকর্তা মো.রুবেল করিম, মি.বেনেডিক মানকিন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো.তাইজ উদ্দিন,সদর ইউনিয়ন যুবলীগের আহবায়ক মো.আব্দুল কাদিরসহ স্থানীয় কৃষকগণ প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ সহকারী কৃষি কর্মকর্তা এবি এম লুৎফর রহমান নয়ন।