হালুয়াঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২২

দেওয়ান নাঈম,হালুয়াঘাট:‘‘বর্জ্যরে পরিশোধন
নিশ্চিত হবে টেকসই স্যানিটেশন’ ও ‘হাতের পরিচ্ছন্নতায় এসে সবে এক হই’’এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের হালুয়াঘাটে জাতীয়
স্যানিটেশন মাস -২০২২ বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

হাত ধোয়াকে জীবনযাপনের অংশ করে নেয়া অর্থাৎ অভ্যস্ত করানোর লক্ষ্যে পালিত হয়ে থাকে দিবসটি। হাত ধোয়ার সুফল সম্পর্কে মানুষকে জানানো এ দিবস পালনের অন্যতম উদ্দেশ্য। রবিবার (৩০
অক্টোবর)দুপুরে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‌্যালি বের করে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণকরে।

উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মেহেদী হাসানের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার মো. সোহেল রানা’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম , উপজেলা পরিষদের মহিলা ভাইস
চেয়ারম্যান মিসেস ঝর্ণা ঘোষ, উপজেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ,হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
শাহীনুজ্জামান খান সহ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, ২০০৮ সাল থেকে দিবসটি পালন শুরু হয়। ওই বছর ১৫ অক্টোবর সুইডেনের স্টোকহোমে বিশ্ব পানি সপ্তাহে জিএইচপি বিশ্বব্যাপী আঞ্চলিক ও স্থানীয় পর্যায়ে সাবান দিয়ে হাত ধোয়া সম্পর্কে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে সর্বপ্রথম এ দিবসটি পালন করা হয়। পরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে দিবসটি প্রতি বছর পালন করার সিদ্ধান্ত নেয়া হয়।