হালুয়াঘাটে জেলা পরিষদের সদস্যদেরকে সংবর্ধনা

প্রকাশিত: ১:১০ পূর্বাহ্ণ, নভেম্বর ১৯, ২০২২

দেওয়ান নাঈম,হালুয়াঘাট:ময়মনসিংহের হালুয়াঘাটে নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য কাঞ্চন কুমার সরকার ও মোছা. আছমাউল হোসনা শিমুলকে সনাতন যুব সংঘের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার (১৮ নভেম্বর) রাতে সনাতন যুব সংঘের আয়োজনে হালুয়াঘাট কেন্দ্রীয় দূর্গা মন্দির প্রাঙ্গনে সংবর্ধনা অনুষ্ঠানে সনাতন যুব সংঘের সভাপতি সঞ্জয় সরকার’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো.খায়রুল আলম ভূঞা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস ঝর্ণা ঘোষ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অশোক সরকার অপু,উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর চেয়ারম্যান এডভোকেট সাজ্জাদুল হক সাজ্জাদ,সনাতন যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি সমীর কুমার সরকার লিটন,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো.বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান,হালুয়াঘাট সাধারণ পাঠাগারের সভাপতি মো.খালেদুর রহমান আকন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন সনাতন যুব সংঘের সহ-সভাপতি দেবাশীষ দত্ত, তাপস কুমার সরকার, তাপস সরকার ,যুগ্ম সাধারণ সম্পাদক অরূপ সরকার রানা,প্রভাকর সরকার, সাংগঠনিক সম্পাদক সুপ্রজিত সরকার খোকন,কোষাধ্যক্ষ গণেশ দাস, পৌরসভার কাউন্সিলর,সনাতন যুব সংঘের সদস্যগণ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সনাতন যুব সংঘের সাধারণ সম্পাদক হারাধন সরকার (অঞ্জন)।সনাতন যুব সংঘের পক্ষ হতে সংবর্ধনা অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়।