হালুয়াঘাটে প্রধানমন্ত্রীর উপহারের ঘর প্রদান

প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২২

দেওয়ান নাঈম,হালুয়াঘাট: “’আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার” এই শ্লোগানে ময়মনসিংহের হালুয়াঘাটে আশ্রয়ণ প্রকল্পের আওতায় আরো ২৯ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। গত বৃহস্পতিবার সকালে মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের ৩য় পর্যায়ের (২য় ধাপে) জমি ও গৃহ প্রদান কার্যক্রম গণভবন থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ২৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘরের কাগজ পত্রের ফাইল উপকারভোগীদের নিকট হস্তান্তর করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ময়মনসিংহ-১ আসনের জাতীয় সংসদ সদস্য জুয়েল আরেং। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে উপজেলার ২০৯ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য দুই শতক জমিসহ দ্বিকক্ষ বিশিষ্ট সেমিপাকা রঙিন ঢেউটিনে ঘর নির্মাণ করে দেয়া হয়েছে। ঘরের সাথে সংযুক্ত রান্নাঘর, সামনে খোলা বারান্দা ও টয়লেট রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, হালুয়াঘাট উপজেলা আ’লীগের সহ-সভাপতি মোর্শেদ আনোয়ার খোকন, সদস্য মো. কবিরুল ইসলাম বেগ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাখাওয়াত হোসেন ফকির, মিসেস ঝর্ণা ঘোষ, হালুয়াঘাট থানার ওসি মো. শাহিনুজ্জামান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলাল উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন শামীম ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।