হালুয়াঘাটে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করতে অটো শ্রমিকের আনন্দ মিছিল

প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ, মে ৩০, ২০২২

দেওয়ান নাঈম,হালুয়াঘাট :ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করতে আনন্দ মিছিল করেছে অটো শ্রমিক বৃন্দ। দীর্ঘ ৯ বছর পর আগামী ৩১ শে মে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।উক্ত ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে ময়মনসিংহ -১,(হালুয়াঘাট -ধোবাউড়া)আসনের সংসদ সদস্য জুয়েল আরেং এমপিকে পক্ষ থেকে অতিথিবৃন্দদের কে স্বাগত জানিয়ে হালুয়াঘাট পৌর শ্রমিক লীগের সভাপতি শেখ মো.শিবলু সাদিক এর নেতৃত্বে আনন্দ মিছিল করেছে হালুয়াঘাট অটো শ্রমিক বৃন্দ।

এ উপলক্ষে রবিবার বিকেলে একটি আনন্দ মিছিল হালুয়াঘাট উত্তর বাজার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

এ সময় সংক্ষিপ্ত এক পথ সভায় বক্তব্য রাখেন, হালুয়াঘাট পৌর শ্রমিক লীগের সভাপতি ও অটো সমিতির সভাপতি শেখ মো.শিবলু সাদিক,অটো সমিতির সাধারণ সম্পাদক মো.জাকির হোসেন,সহ-সভাপতি মো.জমির সরকার,সদস্য সেলিম মিয়াসহ বিভিন্ন স্তরের অটো শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আসছে ৩১ শে মে উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক একাডেমী প্রাঙ্গণে এ আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।