‘তৃতীয় বিশ্বযুদ্ধ বেশি দূরে নয়’-ডোনাল্ড ট্রাম্প দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:০০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৫ আন্তর্জাতিক ডেস্ক : তৃতীয় বিশ্বযুদ্ধ খুব বেশি দূরে নয় বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি এটি ঘটতে বাধা দেবেন বলেও দাবি করেছেন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) মিয়ামিতে একটি সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় এমন মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এই যুদ্ধ করে কোনো পক্ষের কোনো লাভ হবে না উল্লেখ করে ট্রাম্প বলেন, আপনারা এটি (বিশ্বযুদ্ধ) থেকে দূরে নন। আমি বলছি, এটি দূরে নয়। যদি বাইডেন সরকার আর এক বছর থাকতো, তাহলে আপনারা তৃতীয় বিশ্বযুদ্ধে থাকতেন। তবে তার প্রশাসন যুক্তরাষ্ট্রকে এ ধরনের যুদ্ধে জড়াতে দেবে না দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, যুক্তরাষ্ট্র এসব যুদ্ধে অংশ নেবে না বরং সেগুলো বন্ধ করবে। ট্রাম্প বলেন, আমরা এই মূর্খ, অন্তহীন যুদ্ধ থেকে মানুষকে থামাতে যাচ্ছি। আমরা নিজেরা এতে অংশ নেবো না। তবে আমরা যে কারও চেয়ে আরও শক্তিশালী হবো। যদি কখনো যুদ্ধ শুরু হয়, এমন কেউ নেই যে আমাদের কাছাকাছি আসতে পারবে। এদিকে, ইউক্রেন যুদ্ধের জন্য প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে দায়ী করে রিপাবলিকান এই প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র ইউরোপের তুলনায় ২০০ বিলিয়ন বা ২০ হাজার ডলার বেশি ব্যয় করেছে। জেলেনস্কি যুক্তরাষ্ট্রকে এমন একটি যুদ্ধে শত শত কোটি ডলার বিনিয়োগ করতে রাজি করিয়েছেন, যা জেতা সম্ভব নয়। তাছাড়া ট্রাম্প জেলেনস্কিকে ‘নির্বাচন ছাড়া একজন একনায়ক’ বলে কটাক্ষও করেছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, একজন মধ্যম মানের কৌতুক অভিনেতা ভলোদিমির জেলেনস্কি, যুক্তরাষ্ট্রকে এমন একটি যুদ্ধে ৩৫০ বিলিয়ন বা ৩৫ হাজার ডলার ব্যয় করতে রাজি করিয়েছেন, যা কখনোই শুরু হওয়া উচিত ছিল না এবং ইউক্রেনের যা জেতা অসম্ভব। সম্ভব নয়। এদিকে, তৃতীয় বিশ্বযুদ্ধ ও জেলেনস্কিকে নিয়ে দেওয়া ট্রাম্পের বক্তব্য বিশ্ব রাজনীতিতে নতুন আলোড়ন সৃষ্টি করেছে। আন্তর্জাতিক মহলে তার বক্তব্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তথ্যসূত্র : এএনআই Share this:FacebookX Related posts: ‘ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করবেন না ডোনাল্ড ট্রাম্প’ হোয়াইট হাউস ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প এটি হবে আমেরিকার ‘স্বর্ণযুগ’ : ডোনাল্ড ট্রাম্প ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা, পুতিনের ডাকে মস্কো যাচ্ছেন মেরকেল মোদির বাংলাদেশ সফর বাতিল : এএনআই বিশ্বে করোনায় মৃত্যু ৩ লাখ ৪৬ হাজার ২১৮ করোনা চিকিৎসায় বিস্ময়কর সাফল্য দেখাল যে ওষুধ করোনায় আক্রান্তের সংখ্যা ৫৭ লাখ ছাড়িয়েছে মমতাকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি খারকিভে রাশিয়ার গোলাবর্ষণ, নিহত ২৫ গণহারে ইউক্রেনীয়দের নাগরিকত্ব দেবে রাশিয়া পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জামিন পেলেন SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: ‘তৃতীয় বিশ্বযুদ্ধ বেশি দূরে নয়’ডোনাল্ড ট্রাম্প’