হালুয়াঘাটে স্বেচ্ছাসেবক লীগের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশিত: ১১:৫৮ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২২

::দেওয়ান নাঈম,হালুযাঘাট::ময়মনসিংহের হালুয়াঘাটে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা,বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ জুলাই) সকালে দিবসটি উপলক্ষে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান এবং এক মিনিট নীরবতা পালন কর্মসূচি পালন করা হয়।বিকালে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো.নোমান মণ্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ-১ (হালুয়াঘাট ও ধোবাউড়া) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জুয়েল আরেং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম ভূঞা,উপজেলা আওয়ামী লীগ নেতা মো.বজলুর রহমান, আওলাদ হোসেন, আব্দুল মোমেন,উপজেলা যুবলীগের আহবায়ক মো. নাজিম উদ্দিন,ধুরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ারিছ উদ্দিন সুমন,গাজিরভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আবদুল মান্নান, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সাগর সরকার, আহসান হাবীব সাদী, মো.জাকির হোসেন জনিসহ
সেচ্ছাসেবকলীগের নেতা-কর্মীসহ আওয়ামী লীগের বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক পলাশ রিছিল।