চিতলমারীতে হিন্দু যুবককে নির্মম নির্যাতন, বিচারের দাবীতে মানববন্ধন

প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, জুন ১, ২০২২

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধ : বাগেরহাটের চিতলমারীতে সাধন ঢালী নামের এক প্রতিবাদী যুবককে হাতমুখ বেধে লোহার রড ও হাতুড়ী গিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। গত মঙ্গলবার ভোর সাড়ে পাচটার দিকে উপজেলার রুইয়ারকুল গ্রামে এ ঘটনা ঘটেছে।
ঘটনার সুবিচারের আশায় বুধবার বিকাল তিন টায় উপজেলার কালসিরা গ্রামের পাগল মার্কেট এলাকায় চিতলমারী টু ফকিরহাট সড়কের মাঝে ঘন্টা ব্যপী সহ¯্রাধিক মানুষ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। আহত সাধন ঢালী উপজেলার রুইয়ারকুল গ্রামের মৃত হরবিলাস ঢালীর ছেলে। সাধন বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মানববন্ধনে অংশগ্রহনকারী সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য গৌতম মন্ডল, ঘের ব্যবসায়ী ওহাব আলী মোল্লা, বৃদ্ধ শৈলেন্দ্র নাথ মন্ডলসহ অনেকে জানান, রুইয়ারকুল গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে টুটুল মোল্লা এলাকায় বসবাস শুরু করার পর থেকে নানা ভাবে প্রভাব বিস্তার করে আসছে। কিছুদিন আগে টুটুল তার শ^শুর বাড়ীর আত্মীয়দের নিয়ে একই গ্রামের ভগীরথ বিশ^াসের জমি দখল করতে আসে। এ সময় প্রতিবাদী যুবক সাধন ঢালী টুটুলের অন্যায়ের প্রতিবাদ করে। তখন থেকেই টুটুল ও তার শ্যালক পাশর্^বর্তী গ্রামের মাহমুদ শেখ সাধনকে মারার জন্য সুযোগ খুজতে থাকে।

এদিন (৩১মে, ২০২২) সকাল সাড়ে পাচটার দিকে সাধন ঢালীকে রাস্তায় দেখে টুটুল ও তার দলবল হাত মুখ বেধে টুটুলের দালান বাড়ীতে তুলে নিয়ে যায়। সেখানে ঘন্টা ব্যপী লোহার রড ও হাতুড়ি দিয়ে বেধরক পিটায় এবং তার গোপনাঙ্গে আঘাত করে। নির্যাতনের এক পর্যায়ে এলাকাবাসি জানতে পেরে গুরুতর অবস্থায় সাধন ঢালীকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার পর সাধন ঢালীর ভাই ভজন ঢালী বাদী হয়ে বুধবার চিতলমারী থানায় একটি মামলা দায়ের করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারী ভগিরথ বিশ^াসের ছেলে পলাশ বিশ^াস জানান, কিছুদিন আগে টুটুল মোল্লা ও তার আত্মীয় মাহমুদ শেখ আমার জমি দখল করতে আসে। সেখানে বাধা দেয় সাধন ঢালী। সেই থেকে টুটুল ও তার লোকজন সাধনকে মারার জন্য ওৎ পেতে ছিল। এদিন সুযোগ পেয়ে সাধনকে ধরে টুটুলের দালান বাড়ীতে নিয়ে হাত মুখ বেধে লোহার রড ও হাতুড়ি দিয়ে বেদম মারপিট করে।

মানববন্ধনের বক্তৃতায় লাইফ কেলার ব্লাড ব্যাংকের সহসভাপতি মাজারুল ইসলাম রানা বলেন, অচিরেই এই ঘটনার বিচার না হলে আমরা উপজেলা থেকে জেলা পর্যন্ত পর্যাক্রমে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করবো।ঘটনার পর থেকে টুটুল মোল্লা ও মাহামুদ শেখ পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান বলেন, সাধান ঢালীর ওপর নির্যাতনের ঘটনায় তাঁর ভাই ভজন ঢালী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। এবিষয়ে বাগেরহাট পুলিশ সুপার কে এম আরিফুল হক পিপিএম জানান, ঘটনায় মামলা হয়েছে। আসামীদের দুই জন গ্রেফতার হয়েছে। বাকী আসামীদের ধরার জন্য জোর প্রচেষ্টা চলছে।