বাগেরহাটে বিড়ি শ্রমিকদের মানববন্ধন

প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, জুন ১৩, ২০২০

অনলাইন ডেস্ক : বাগেরহাট জেলা বিড়ি শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে শনিবার দুপুরে মোল্লাহাট উপজেলা পরিষদের সামনে ২০২০-২০২১ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বিড়ির উপর অধিক শুল্ক প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে।

বিড়ি শ্রমিক ফেডারেশনের নেতারা বলেন প্রস্তাবিত বাজেটে বিড়ির প্রতি প্যাকেটে ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে ২৮.৫৭ ভাগ, অপর দিকে কমদামি সিগারেটের উপর ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে মাত্র ৫.৪১ ভাগ। সিগারেটের চেয়ে বিড়ি শিল্পের উপর চরম বৈষম্যমূলক আচরন।

বিদেশী সিগারেট কোম্পানীকে সুবিধা দিতেই এই বৈষম্যমূলক আচরন করা হয়েছে। তারা আরো বলেন, করবৃদিধর ফলে বিড়ি শিল্পের সংখ্যা কমে লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে যাবে।

মানববন্ধনে বিড়ি শ্রমিকদের মজুরী বৃদ্ধি করা,বিড়ির উপর ট্যাক্স কমানো, কমদামি ও বেশি দামি সিগারেটের ট্যাক্স বৃদ্ধি করা, নকল বিড়ির ব্যবসা বন্ধ করা, বিড়ি শিল্পের সুরক্ষা আইন বাস্তবায়ন এবং করোনা পরিস্থিতিতে শ্রমিকদের বিকল্প কর্মসংস্থান না করে বিড়ির উপর বর্ধিক কর প্রত্যাহারের দাবী জানান।

দুইশতাধিক বিড়ি শ্রমিকদের এই মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারন সম্পাদক মো. আতিয়ার রহমান, আ. কাদের, আলী হোসেন, জিপুলি বেগম, রোজিনা বেগম, শিউলি বেগমসহ বিড়ি শ্রমিক নেতানেত্রীরা।