চিতলমারীতে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত- ২

প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২০

বিভাষ দাস, চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারীতে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো দুই জন কোভিড-১৯ এ পজিটিভ হয়েছেন। আক্রান্তদের বাড়ি লকডাউন দিয়ে তাদের নিজ বাড়িতে রেখে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৪৫ জন।

চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হাসান জানান, এ পর্যন্ত চিতলমারীতে ৪৫ জন ব্যক্তির করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩০ জন সুস্থ হয়েছেন বাকি ১৫ জন হোম আইসোলেশনে থেকে চিকিৎসা গ্রহণ করছেন।