চিতলমারীতে ইউপি নির্বাচনে চেয়ারম্যান ২৪,সংরক্ষিত মহিলা ৮৪,সদস্য পদে ২শ ৫০ জনের নমিনেশন জমা

প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২১

বিভাষ দাস, চিতলমারী (বাগেরহাট) থেকে: বাগেরহাটের চিতলমারীতে প্রথম ধাপের আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ২৪ জন, সংরক্ষিত মহিলা আসনে ৮৪ জন এবং সাধারণ সদস্য পদে ২৫০ জন নমিনেশন পেপার জমা দিয়েছেন।
২৪ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ০৭ জন নৌকা প্রতীক নিয়ে এবং বাকী ১৭ জন স্বতন্ত্র প্রার্থী হিসাবে তাদের নমিনেশন পেপার নির্বাচন কমিশনে জমা প্রদান করেছেন।

নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, উপজেলার ১নং বড়বাড়িয়া ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে মো: মাসুদ সরদার ও স্বতন্ত্র প্রার্থী পদে সাবেক চেয়ারম্যান অহিদুজ্জামান পান্না, এফ এম তরিকুল ইসলাম বিপ্লব, আলী আমর হোসেন মিঠু ও মো: নুর ইসলাম, ২নং কলাতলা ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে মো: বাদশা মিয়া ও স্বতন্ত্র প্রার্থী পদে সাবেক চেয়ারম্যান শিকদার মতিয়ার রহমান, আবু জাফর মো: আলমগীর হোসেন, শেখ ফরিদ ও মো: আল আমিন শেখ, ৩নং হিজলা ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে কাজী আবু শাহীন ও স্বতন্ত্র প্রার্থী পদে সাবেক চেয়ারম্যান কাজী আজমীর আলী, শাহাজাহান শিকদার, সাব্বির শেখ ও জগদীশ চন্দ্র বাড়ৈ, ৪নং শিবপুর ইউনিয়নের নৌকা প্রতীক নিয়ে অলিউজ্জামান জুয়েল খলিফা, ৫নং চিতলমারী সদর ইউনিয়নের নৌকা প্রতীক নিয়ে (তিন বার নমিনেশন প্রাপ্ত) শেখ নিজাম উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী পদে সাহেব আলী ফরাজী, মো: রবিউল ইসলাম খান ও মো: ইব্রাহীম সরদার, ৬নং চরবানিয়ারী ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে (দুই বার নমিনেশন প্রাপ্ত) অর্চনা দেবী বড়াল ঝর্ণা ও স্বতন্ত্র প্রার্থী পদে অদিতি বড়াল ও সাবেক চেয়ারম্যান মুকুল কৃষ্ণ মন্ডল, ৭নং সন্তোষপুর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে সামিয়া রহমান বিউটি নমিনেশন পেপার জমা প্রদান করেছেন।

সাধারণ আসনের সদস্য পদে ১নং বড়বাড়িয়া ইউনিয়নে ৪৫ জন, ২নং কলাতলা ইউনিয়নে ৩৬ জন, ৩নং হিজলা ইউনিয়নে ৩৪ জন, ৪নং শিবপুর ইউনিয়নে ৩২ জন, ৫নং চিতলমারী সদর ইউনিয়নে ৩০ জন, ৬নং চরবানিয়ারী ইউনিয়নে ৩১ জন, ৭নং সন্তোষপুর ইউনিয়নে ৪২ জন ও সংরক্ষিত আসনের সদস্য পদে বড়বাড়িয়া ১১, কলাতলা ১৩, হিজলা ১১, শিবপুর ১১, চিতলমারী সদর ১১, চরবানিয়ারী ১১ ও সন্তোষপুর ১৬ জন প্রার্থী নমিনেশন পেপার জমা করেন।