চিতলমারীতে ইউপি নির্বাচনে চেয়ারম্যান ২৪,সংরক্ষিত মহিলা ৮৪,সদস্য পদে ২শ ৫০ জনের নমিনেশন জমা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২১ বিভাষ দাস, চিতলমারী (বাগেরহাট) থেকে: বাগেরহাটের চিতলমারীতে প্রথম ধাপের আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ২৪ জন, সংরক্ষিত মহিলা আসনে ৮৪ জন এবং সাধারণ সদস্য পদে ২৫০ জন নমিনেশন পেপার জমা দিয়েছেন। ২৪ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ০৭ জন নৌকা প্রতীক নিয়ে এবং বাকী ১৭ জন স্বতন্ত্র প্রার্থী হিসাবে তাদের নমিনেশন পেপার নির্বাচন কমিশনে জমা প্রদান করেছেন। নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, উপজেলার ১নং বড়বাড়িয়া ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে মো: মাসুদ সরদার ও স্বতন্ত্র প্রার্থী পদে সাবেক চেয়ারম্যান অহিদুজ্জামান পান্না, এফ এম তরিকুল ইসলাম বিপ্লব, আলী আমর হোসেন মিঠু ও মো: নুর ইসলাম, ২নং কলাতলা ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে মো: বাদশা মিয়া ও স্বতন্ত্র প্রার্থী পদে সাবেক চেয়ারম্যান শিকদার মতিয়ার রহমান, আবু জাফর মো: আলমগীর হোসেন, শেখ ফরিদ ও মো: আল আমিন শেখ, ৩নং হিজলা ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে কাজী আবু শাহীন ও স্বতন্ত্র প্রার্থী পদে সাবেক চেয়ারম্যান কাজী আজমীর আলী, শাহাজাহান শিকদার, সাব্বির শেখ ও জগদীশ চন্দ্র বাড়ৈ, ৪নং শিবপুর ইউনিয়নের নৌকা প্রতীক নিয়ে অলিউজ্জামান জুয়েল খলিফা, ৫নং চিতলমারী সদর ইউনিয়নের নৌকা প্রতীক নিয়ে (তিন বার নমিনেশন প্রাপ্ত) শেখ নিজাম উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী পদে সাহেব আলী ফরাজী, মো: রবিউল ইসলাম খান ও মো: ইব্রাহীম সরদার, ৬নং চরবানিয়ারী ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে (দুই বার নমিনেশন প্রাপ্ত) অর্চনা দেবী বড়াল ঝর্ণা ও স্বতন্ত্র প্রার্থী পদে অদিতি বড়াল ও সাবেক চেয়ারম্যান মুকুল কৃষ্ণ মন্ডল, ৭নং সন্তোষপুর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে সামিয়া রহমান বিউটি নমিনেশন পেপার জমা প্রদান করেছেন। সাধারণ আসনের সদস্য পদে ১নং বড়বাড়িয়া ইউনিয়নে ৪৫ জন, ২নং কলাতলা ইউনিয়নে ৩৬ জন, ৩নং হিজলা ইউনিয়নে ৩৪ জন, ৪নং শিবপুর ইউনিয়নে ৩২ জন, ৫নং চিতলমারী সদর ইউনিয়নে ৩০ জন, ৬নং চরবানিয়ারী ইউনিয়নে ৩১ জন, ৭নং সন্তোষপুর ইউনিয়নে ৪২ জন ও সংরক্ষিত আসনের সদস্য পদে বড়বাড়িয়া ১১, কলাতলা ১৩, হিজলা ১১, শিবপুর ১১, চিতলমারী সদর ১১, চরবানিয়ারী ১১ ও সন্তোষপুর ১৬ জন প্রার্থী নমিনেশন পেপার জমা করেন। Share this:FacebookX Related posts: চিতলমারীতে আসন্ন ইউপি নির্বাচনে নৌকার টিকিট পাবে কারা? মরিয়া তরুন প্রজন্ম চিতলমারীতে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ চিতলমারীতে একমাত্র ওয়্যারম্যান দিয়ে চলছে বিটিসিএল অফিস চিতলমারীতে তুচ্ছ ঘটনায় শিশুর আত্মহত্যা চিতলমারীতে কর্মহীন শ্রমজীবিদের মাঝে খাদ্য সহায়তা প্রদান চিতলমারীতে ইমাম-মোয়াজ্জেমদের মাঝে খাদ্য বিতরণ চিতলমারীতে ২শত কর্মহীন পরিবারে খাদ্যসহায়তা প্রদান চিতলমারীতে করোনা প্রতিরোধে স্থানীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক সভা চিতলমারীতে ক্রয়কৃত জমিতে গৃহ নির্মাণে হামলা, আহত চার নড়াইলের দুই পৌরসভায় আ.লীগের প্রার্থী নির্বাচিত চিতলমারীতে খননকৃত হক ক্যানেলের গর্ভে বিলীন পাঁকা সড়ক পাইকগাছার ১০ ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা নৌকা পেয়েছেন SHARES Matched Content খুলনা বিভাগ বিষয়: ইউপি নির্বাচনেচিতলমারীতেচেয়ারম্যান ২৪সদস্য পদে ২শ ৫০ জনের নমিনেশন জমাসংরক্ষিত মহিলা ৮৪