চিতলমারীতে টিসিবি’র পণ্য জব্দ, ত্রিশ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২০

বিভাষ দাস, চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি ; বাগেরহাটের চিতলমারীতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র ১’শ ১২ লিটার সয়াবিন তেল জব্দ করে দোকানদারকে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মারুফুল আলম সদর বাজারে অভিযান চালায়।

এসময় তিনি আবির স্টোরের গোডাউন থেকে ১শ ১২ লিটার টিসিবি’র সয়াবিন তেল উদ্ধার করে। দোকান মালিক মো: ইসমাইল কাজীকে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম জেল প্রদান করেন। ঘটনার পর থেকে চিতলমারী টিসিবি’র ডিলার ও বড়বাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর উকিলের ফোন বন্ধ থাকায় তার কোন বক্তব্য পাওয়া যায় নাই।

সদর বাজারে কয়েকজন ভ্যান চালক বলেন, চাল, তেল, ডাউল কিনতে গেলে ডিলার কয় মাল নাই, বিকালে আসেন। আমাদের মাল না দিয়ে কালোবাজারের কয়েকটি দোকানে বিক্রি করে দেয়। বাধ্য হয়ে দোকানদারের নিকট হতে আমাদের অধিক দামে কিনতে হয়। গরীবদের জন্য সরকারী সহযোগিতা মাঠে মারা যায়। ওইসব ডিলারদের সাথে আওয়ামী লীগের নেতাদের যোগাযোগ আছে।

আবির স্টোরের কর্মচারী আব্দুল¬াহ কাজী জানায়, তারা টিসিবি’র এই তেল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মিলন মাঝির নিকট থেকে কিনেছেন। মিলন মাঝি চিতলমারীতে একমাত্র টিসিবি’র ডিলার জাঙ্গীর উকিলের সহকারী। চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম জানান, বাজারে অভিযানকালে আবির ষ্টোরের গোডাউনে আমরা টিসিবি’র ১শ ১২ লিটার ভোজ্য তেল পাই। যা বিক্রয় সম্পূর্ণ বে-আইনী। ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ ধারায় দোকান মালিককে ত্রিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম জেল প্রদান করা হয়েছে।