আমড়ার বাণিজ্যিক চাষ ডুমুরিয়ায় প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২১ নিজস্ব প্রতিবেদক: খুলনার ডুমুরিয়ায় শত শত কৃষি খামারের পতিত জমিতে ও বাড়ির আঙ্গিনায় বাণিজ্যিকভাবে আমড়ার চাষ করে লাভবান হচ্ছেন অনেকেই। ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মোছাদ্দেক হোসেন বলেন, আমড়া একটি সুস্বাদু ফল। দেশের দক্ষিণাঞ্চলে আমড়ার জন্য বিখ্যাত। তবে সব অঞ্চলেই আমড়া চাষ করা যায়। আমড়ায় প্রচুর পরিমাণ ভিটামিন সি, আয়রণ, ক্যালসিয়াম আর আঁঁশ আছে, যেগুলো শরীরের জন্য খুব দরকারি। হজমেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই তেল ও চর্বিযুক্ত খাদ্য খাওয়ার পর আমড়া খেলে হজমে সহায়ক হয়। আমড়ায় প্রচুর ভিটামিন-সি থাকায় এটি খেলে স্কার্ভি রোগ এড়ানো যায়। বিভিন্ন প্রকার ভাইরাল ইনফেকশনের বিরুদ্ধেও লড়তে পারে আমড়া। অসুস্থ ব্যক্তিদের মুখের স্বাদ ফিরিয়ে দেয়। সর্দি-কাশি-জ্বরের উপশমেও আমড়া অত্যন্ত উপকারী। শিশুর দৈহিক গঠনে ক্যালসিয়াম খুব দরকারি। ক্যালসিয়ামের ভালো উৎস এই আমড়া। শিশুদের এই ফল খেতে উৎসাহিত করতে পারেন। এছাড়া এটি রক্তস্বল্পতাও দূর করে। কিছু ভেষজ গুণ আছে আমড়ায়। এটি পিত্তনাশক ও কফনাশক। আমড়া খেলে মুখে রুচি ফেরে, ক্ষুধা বৃদ্ধিতেও সহায়তা করে। আমড়ায় থাকা ভিটামিন-সি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। খাদ্যে থাকা ভিটামিন এ এবং ই এটির সঙ্গে যুক্ত হয়ে অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে দেহকে নানা ঘাত-প্রতিঘাত থেকে রক্ষা করে। দাঁতের মাড়ি শক্ত করে, দাঁতের গোড়া থেকে রক্ত, পুঁজ, রক্তরস বের হওয়া প্রতিরোধ করে আমড়া। এর ভেতরের অংশের চেয়ে বাইরের খোসাতে রয়েছে বেশি ভিটামিন সি আর ফাইবার বা আঁশ, যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে করে দ্বিগুণ শক্তিশালী। আর আঁশজাতীয় খাবার পাকস্থলী (স্টমাক), ক্ষুদ্রান্ত, গাছহদন্ত্রের (পেটের ভেতরের অংশবিশেষ) জন্য আশীর্বাদ স্বরূপ। ডি,এন Share this:FacebookX Related posts: সিআইপি সম্মাননা পেয়েছেন কাতার প্রবাসী ঈশ্বরদীর আব্দুল আজিজ খান ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ পরির্দশক বিপ্লব কুমার বিশ্বাস’র প্রসংশনীয় কার্যক্রম ৯৯৯ এর সফলতা-মাদ্রাসা ছাত্রী উদ্ধার: হালুয়াঘাটে ১০ অপহরণকারী আটক বরিশাল জেলায় শ্রেষ্ঠ: আগৈলঝাড়া থানার ওসি মো. আফজাল হোসেন হালুয়াঘাট সার্কেলে সহকারী পুলিশ সুপার খলিলুর রহমানের যোগদান হালুয়াঘাটে বিভিন্ন দপ্তরের ১৯ জন কর্মকর্তা অনুপস্থিত,ত্রাণ বিতরণ বাঁধাগ্রস্থ ডুমুরিয়ায় তিন সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন সান্তাহার রেলওয়ে স্টেশনের অধিকাংশ সিসি ক্যামেরা নষ্ট ২ ইট চুরির অভিযোগে গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন অটোরিকশা-মোটরসাইকেল সংর্ঘষে কলেজছাত্র নিহত মমেকের করোনা ইউনিটে আরও ২৩ জনের মৃত্যু ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৫ SHARES Matched Content জেলা/উপজেলা বিষয়: আমড়ারচাষডুমুরিয়ায়বাণিজ্যিক