সিআইপি সম্মাননা পেয়েছেন কাতার প্রবাসী ঈশ্বরদীর আব্দুল আজিজ খান দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৯ নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক অভিবাসী দিবসে সিআইপি সম্মাননা পেয়েছেন কাতার প্রবাসী ঈশ্বরদীর আব্দুল আজিজ খান। সম্প্রতি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের কাছ থেকে সফল বাণিজ্যিক গুাংত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে সম্মাননা গ্রহণ করেন কাতারের বিশিষ্ট ও সফল ব্যাবসায়ী আবদুল আজিজ খান। ‘বাংলাদেশে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৪র্থ বারের মতো এনআরবি-সিআইপি (বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি) কাতার প্রবাসী আবদুল আজিজ খান। কাতারে একমাত্র আজিজ খান ৪ বার এই বিরল সম্মানের অধিকারী হয়েছেন। সম্প্রতি সরকার দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ ২০১৭ সালের জন্য সারাবিশ্বের যে ৪২ জন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীকে সিআইপি নির্বাচিত করেছে তাদেরই একজন পাবনা ঈশ্বরদী উপজেলার কাতার প্রবাসী আবদুল আজিজ খান। এ বিষয়ে আজিজ খান বলেন, এই সম্মান আমাদের আরও উৎসাহ ও দায়িত্ববোধ বাড়াবে নিঃসন্দেহে। অন্যান্য প্রবাসীরাও উৎসাহিত হবে বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে। প্রবাসী সিআইপিরা সরকারের সহযোগী হয়ে জনশক্তি রপ্তানি আর দেশে বিনিয়োগ বাড়াতে অবদান রাখতে পারে, আর এ জন্য সরকারকে উদ্যোগী হয়ে প্রবাসী সিআইপিদের সঠিক ভাবে কাজে লাগাতে হবে। না হলে সিআইপি খেতাব শুধুমাত্র সামাজিক ও বাণিজ্যিক মর্যাদার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। দেশের অর্থনীতিতে যাতে আমরা আরও বেশী বেশী অবদান রাখতে পারি, সেই জন্য সবার কাছে দোয়া চাই। পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া গ্রামের আবুল হোসেন খানের ছোট সন্তান ব্যাবসায়ী আব্দুল আজিজ খান। বর্তমানে ঈশ্বরদী শহরে পোস্ট অফিস মোড়ে থানার পিছনে স্থায়ীভাবে বসবাস করছেন। আজিজ খান নিজ এলাকার গরীব দু:খিদের সাধ্যমত সাহায্য সহযোগীতা করায় এলাকায় তিনি বেশ সুপরিচিত ও সজ্জন বলে জানা গেছে। সাইফুজ্জামানের স্ত্রী-পুত্রের দায়িত্ব নিল বাংলাদেশ ব্যাংক Share this:FacebookX Related posts: চাটমোহরে ধানের বাজারে নেই প্রত্যাশিত দাম, হতাশ কৃষক ঈশ্বরদীতে লিংক থ্রী টেকনোলজি ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা কার্যক্রমের উদ্বোধন ঈশ্বরদীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরদী থানায় ওসির বিদায় ও বরণ অনুষ্ঠান রাস্তায় ধান লাগিয়ে প্রতিবাদ পৌরসভার ভোট নিয়ে ঈশ্বরদী আ.লীগের বিশেষ বর্ধিতসভা শপথ নিলেন ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান নায়েব বিশ্বাস সান্তাহার রেলওয়ে স্টেশনের অধিকাংশ সিসি ক্যামেরা নষ্ট শপথ নিলেন ঈশ্বরদী পৌরসভার নবনির্বাচিত মেয়র-কাউন্সিলররা ঈশ্বরদী পৌরসভার নবনির্বাচিত মেয়র-কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ রাজশাহীতে উপজেলা অতিক্রম করা নিষিদ্ধ SHARES Matched Content দেশের খবর বিষয়: আব্দুল আজিজ খানঈশ্বরদীকাতার প্রবাসীসিআইপি সম্মাননা