ফায়ার ফাইটার নয়ন নিহতের ঘটনায় মামলা দায়ের দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:০০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২৪ অনলাইন ডেস্ক : বাংলাদেশ সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণের কাজ করতে গিয়ে ট্রাকের চাপায় ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়ন নিহতের ঘটনায় সংস্থার পক্ষ থেকে শাহবাগ থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ফায়ার সার্ভিসের সদর দফতরে কর্মরত রুহুল আমিন মোল্লা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় আসামি করা হয়েছে ট্রাক চালক মো. বেল্লাল হোসেন ওরফে সুমন (৩৬) ও তার সহকারী ফরহাদ হোসেন (২০)। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর। মামলার অভিযোগে বলা হয়, বুধবার দিবাগত রাত ২টার দিকে ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার তথ্য পেয়ে ঘটনাস্থলে আসেন বাদী রুহুল আমিন। আগুন ছড়িয়ে পড়লে তিনি ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের সাহায্য চান। এর পরিপ্রেক্ষিতে সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে তেজগাঁও ফায়ার স্টেশনের স্পেশাল টিম আসে। এই টিমের টিম লিডার ছিলেন মো. হুমায়ুন কবির। তার নেতৃত্বে মিনিবাস গাড়ি ও স্পেশাল টিমের আট জন ফায়ার ফাইটারসহ সচিবালয়ে আগুন নিয়ন্ত্রণে আসেন। অপারেশনাল কাজ চলার সময়ে ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়ন ডেলিভারি হোজ নিয়ে সচিবালয়ের মেইন গেটের সামনের রাস্তা পার হওয়ার সময় গুলিস্তানের জিরো পয়েন্ট থেকে কাওরান বাজারগামী একটি ট্রাক দ্রুত ও বেপরোয়া গতিতে ফায়ার ফাইটার নয়নকে চাপা দিলে তিনি মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতসহ রক্তাক্ত হন। তাৎক্ষণিক বাদীসহ সহকর্মীরা উপস্থিত লোকজনের সহায়তায় নয়নকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় উপস্থিত ছাত্রজনতা ঘাতক ট্রাকের চালক বেলাল ও হেলপার ফরহাদকে ট্রাকসহ আটক করে ডিউটিরত থানা পুলিশের হাতে তুলে দেয়। উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ফায়ার ফাইটার নয়নের জানাজা অনুষ্ঠিত হয়। Share this:FacebookX Related posts: নেপালে সবজি, মাছ রপ্তানি করতে পারে বাংলাদেশ: প্রধানমন্ত্রী দয়া করে কাউকে চাকরিচ্যুত করবেন না : তথ্যমন্ত্রী করোনায় ঢাকা বিভাগে বেশি মৃত্যু ‘থানায় বোমা বিস্ফোরণে জঙ্গি সংশ্লিষ্টতা নেই’ বাংলাদেশসহ ৭ দেশের নাগরিকদের কুয়েতে প্রবেশ নিষিদ্ধ বাংলাদেশের ভ্যাকসিন নিতে আগ্রহী নেপাল রাজধানীসহ সারাদেশে টানা বৃষ্টি, জলোচ্ছ্বাসের আশঙ্কা দ্বিতীয় ধাপে ৬০ পৌরসভায় ভোট গ্রহণ চলছে বিশেষ প্রয়োজন ছাড়া সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর নয় : অর্থমন্ত্রী ২-৩ দিনের মধ্যে তেলের সংকট কেটে যাবে : বাণিজ্যমন্ত্রী এফবিসিসিআই ও জেসিসিআই’র মধ্যে সমঝোতা স্বারক সই ‘পরাজয়ের ভয়ে বিএনপি নির্বাচনে অংশ নেয় না’-প্রধানমন্ত্রী SHARES Matched Content জাতীয় বিষয়: নিহতের ঘটনায়ফায়ার ফাইটার নয়নমামলা দায়ের