২ ইট চুরির অভিযোগে গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২১ নিজস্ব প্রতিবেদক:: সাতক্ষীরার কলারোয়ার দেয়াড়া ইউনিয়নে দুটি ইট চুরির কথিত অভিযোগে এক গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতনের পর চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (৯ আগস্ট) সকালের দিকে এই ঘটনা ঘটে। হতদরিদ্র গৃহবধূ রাশিদা বেগম (৪৫) দেয়াড়া ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের ইব্রাহিম গাজীর স্ত্রী। জানা গেছে, ৮ আগস্ট রাত ১০টার দিকে পাকুড়িয়া গ্রামের ভ্যানচালক নেদু প্রতিবেশী রাশিদা বেগমকে দুটি ইট চুরির অভিযোগ দেয়। এরপর ৯ আগস্ট সকাল ১০টার দিকে রাশিদা বেগমকে বাড়ি থেকে ধরে এনে নেদু, তার স্ত্রী, পত্রবধূসহ পরিবারের সদস্যরা গাছের সঙ্গে বেঁধে বিবস্ত্র করে মারধর শেষে চুল কেটে ছেড়ে দেয়। খোরদো ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাশিদা বেগমের প্রতিবেশী আব্দুল মান্নান জানান, নেদু ও তার পরিবারের সদস্যরা অভিযোগ করছে রাশিদা বেগম ইট চুরি করেছে। এরপর রাশিদাকে ধরে নিয়ে বাড়ির মহিলারা মধ্যযুগীয় কায়দায় বেঁধে চুল কেটে দিয়েছে। চরম অন্যায় করেছে তারা। আমার কাছে আসলে আমি থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছিলাম। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির জানান, এ ঘটনায় মঙ্গলবার (১০ আগস্ট) রাতে রাশিদা বেগম বাদী হয়ে লিখিত অভিযোগ দেওয়ার পর ৬ জনকে আসামি করে নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের রেকর্ডকৃত মামলাটি নথিভুক্তির পর ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেফতারে বুধবার আমি নিজেই অভিযান করেছি। তিনি আরও বলেন, এমন একটি মর্মান্তিক নির্যাতনের ঘটনা আমি শুনে হতবাক হয়েছি। আমি নিজেই দুপুরে ঘটনাস্থল পাকুড়িয়ায় যাই এবং বিকালে ফিরে আসি। যদিও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে এঘটনার সাথে জড়িতরা কেউ রক্ষা পাবে না। সেখানে ভুক্তভোগীদের তথ্যমতে, আসামিদের বাড়ির মধ্যো থেকে নির্যাতিত মহিলার কাটা চুল উদ্ধার করেছি। যা আলামত হিসেবে জব্দ করা হয়েছে। ডি,এন Share this:FacebookX Related posts: সুদের টাকা না দেওয়ায় মা-মেয়েকে গাছে বেঁধে নির্যাতন ভাইদের নির্যাতনে কলেজ পড়ুয়া মেয়েকে নিয়ে পথে পথে ঘুরছে অসহায় নারী চাঁপাইনবাবগঞ্জে মাস্কের দাম বেশি নেয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর স্বামী পলাতক, শাশুড়ি আটক গৌরীপুরে গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ২ যুবক গ্রেফতার মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষনের চেষ্টা বীর মুক্তিযোদ্ধাকে লাঠিপেটার অভিযোগে ওসি প্রত্যাহার চাল আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেফতার আত্রাইয়ে পানিতে পড়ে বৃদ্ধার মৃত্যু পঞ্চগড়ে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে কিশোরীর মৃত্যু মধ্যরাতে শেষ হচ্ছে পূর্ব রাজাবাজারের লকডাউন যুবলীগ কর্মীর বাড়ি থেকে ২৮ বস্তা ভিজিডির চাল উদ্ধার SHARES Matched Content জেলা/উপজেলা বিষয়: ২ ইটঅভিযোগেগাছেগৃহবধূকেচুরিরনির্যাতনবেঁধে