বরিশাল জেলায় শ্রেষ্ঠ: আগৈলঝাড়া থানার ওসি মো. আফজাল হোসেন

প্রকাশিত: ১১:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২০

নিজস্ব প্রতিবেদক ; বরিশাল জেলায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন আগৈলঝাড়া থানা অফিসার ইন চার্জ মো. আফজাল হোসেন। বরিশাল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যান ও অপরাধ দমন সভা রবিবার সকালে জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বিপিএম (বার) এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় বরিশাল জেলায় অপরাধ দমন, মাদকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন, পলাতক আসামী গ্রেফতার, স্পর্শকাতর মামলার অগ্রগতিসহ সামাজিক কাজের জন্য জেলার শ্রেষ্ঠ অফিসার ইন চার্জ হিসেবে জাতিসংঘ সনদপ্রাপ্ত আগৈলঝাড়া থানা অফিসার ইন চার্জ মো. আফজাল হোসেনের নাম ঘোষণা করেন।

সভা শেষে পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বিপিএম (বার) আগৈলঝাড়া থানা অফিসার ইন চার্জ মো. আফজাল হোসেনের হাতে সম্মননা ক্রেষ্ট তুলে দেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আ. রকিব, অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার, সহকারী পুলিশ সুপার মো. শামসসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জগস ও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।