মৃত্যুর দুই দিন পর বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:০৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ১০, ২০২৫ অনলাইন ডেস্ক : মৃত্যুর দুইদিন পর বাংলাদেশি নাগরিক জহুর আলীর (৬০) মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় হবিগঞ্জের চুনারুঘাট বাল্লা সীমান্ত দিয়ে মরদেহটি হন্তান্তর করা হয়। এ সময় বাংলাদেশ-ভারত বাল্লা সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে ভারতীয় পুলিশ বাংলাদেশ পুলিশের কাছে মরদেহটি হস্তান্তর করে। নিহত জহুর আলী চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের পশ্চিম ডুলনা গ্রামের মুনছব উল্যার ছেলে। এর আগে নিখোঁজের পরদিন অর্থ্যাৎ গত ৭ জানুয়ারি ভারত সীমান্তে জহুর আলীর মরদেহ উদ্ধার করে খোয়াই থানা পুলিশ। চুনারুঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. শফিকুল ইসলাম বলেন, বাল্লা সীমান্তে বিজিবি, বিএসএফ ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে খোয়াই থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা শুভঙ্কর দেব বর্মা জহুর আলীর মরদেহ আমাদের কাছে হস্তান্তর করেছে। ভারতীয় পুলিশের বরাতে তিনি বলেন, জহুর আলীর দেহে গুরুতর কোন জখম নেই। ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। এর আগে ৪ জানুয়ারি ৫ দিনের ছুটিতে নিজ বাড়ি পশ্চিম ডুলনায় আসেন জহুর আলী। ৫ জানুয়ারি সন্ধ্যায় তিনি নিজ বাড়ি থেকে লুঙ্গি বিক্রির জন্য বের হন। পরবর্তীতে অনেক সময় অতিবাহিত হওয়ার পরও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন। সবশেষ৭ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে জানতে পারেন ভারতের সীমান্তবর্তী গৌড় নগর এলাকায় একটি লাশের সন্ধান পাওয়া যায়। লাশটি ভারতের খোয়াই টাউন পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খোয়াই টাউন সরকারি হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আনুষ্ঠানিকতা সম্পন্ন শেষে বৃহস্পতিবার জহুর আলীর মরদেহ ফেরত দেয় বিএসএফ। এ সময় উপস্থিত ছিলেন, খোয়াই থানার অফিসার ইনচার্জ সুবির মালাকার, পুলিশের সাব ডিভিশনাল রঙ্গ দুলাল দেব বর্মা বিএসএফের কোম্পানি কমান্ডার কুন্দন কুমার, চুনারুঘাট থানার ইন্সপেক্টর তদন্ত শফিকুর রহমান, বাল্লা বিজিবির ক্যাম্প কমান্ডার নাজমুল ইসলাম, গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী। Share this:FacebookX Related posts: তাহিরপুরে রাস্থা সংস্কার কাজে ইউপি চেয়ারম্যান নবীগঞ্জে সাংবাদিক ফোরামের কমিটি গঠন: সভাপতি সেলিম, সম্পাদক মুন্না ইউএনও’র আহ্বানে কাস্তে হাতে ধান কাটতে ১৫০০ লোক হাওরে জগন্নাথপুর পৌরসভায় আরও তিনজনের করোনা শনাক্ত যাত্রীসহ বাস খালে, নিখোঁজ ২১ ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন জমি নিয়ে সংঘর্ষে চাচা-ভাতিজা নিহত ধর্মপাশায় দাতা চিহ্নিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে ধর্মপাশায় উপজেলা আওয়ামীলীগের প্যানেল ঘোষণা মধ্যনগরে নৌ-দূর্ঘটনা এড়ানোর লক্ষে ওসির সচেতনতা মূলক মাইকিং মৌলভীবাজারে সিএনজি-বাসের সংঘর্ষে নিহত ২ সুনামগঞ্জে বজ্রপাতে ২ শ্রমিক নিহত SHARES Matched Content দেশের খবর বিষয়: বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফমৃত্যুর দুই দিন পর