হালুয়াঘাটে বিভিন্ন দপ্তরের ১৯ জন কর্মকর্তা অনুপস্থিত,ত্রাণ বিতরণ বাঁধাগ্রস্থ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২০ জোটন চন্দ্র ঘোষ, হালুয়াঘাট : করোনাভাইরাস প্রতিরোধ ও এর প্রাদুর্ভাবজনিত যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সহযোগিতা দিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সার্বক্ষণিক কর্মস্থলে থাকার জন্য সরকারি নির্দেশ দেওয়া হলেও ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় কর্মরত সরকারি বিভিন্ন দপ্তরের প্রায় ১৯ জন কর্মকর্তা সরকারি নির্দেশ মানচ্ছেন না। অত্র উপজেলায় প্রায় ৩৭ জন কর্মকর্তা উপস্থিত থাকার কথা থাকলেও সরকারি নির্দেশ অমান্য করে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন ১৯ জন। ফলে অত্র উপজেলায় করোনা ভাইরাসের প্রচারণা মূলক কার্যক্রম থেকে শুরু করে অসহায় দরিদ্র মানুষের মাঝে সরকার কর্তৃক বরাদ্ধকৃত ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সহকারি কমিশনার (ভুমি) তানভির আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুনীর আহমেদ, অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলাল উদ্দিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এসএম আনোয়ার হোসেন, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা আমিনুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা কামরুল হুদা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৈয়দা নাসরিনা পারভীন, উপ-সহকারি প্রকৌশলী (জনস্বাস্থ্য) মেহেদী হাসান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোশারফ হোসেন, রতন দাসসহ ১৪ জন উপস্থিত থেকে করোনাভাইরাস প্রতিরোধ করতে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। অসুস্থ জনিত কারণে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন ৫জন তারা হলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শহীদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাকির হোসেন মোল্লা, উপজেলা শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার সূত্রধর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা ও উপজেলা সমন্ময়কারী আরেকুজ্জামান। বিনাকারণে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন সরকারি বিভিন্ন দপ্তরের ১৯ জন কর্মকর্তা। যার ফলে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদ্য সামগ্রী বিতরণ সহ বিভিন্ন সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করতে হিমসিম খাচ্ছেন। একাদিক বার কর্মস্থলে অনুপস্থিত কর্মকর্তাদের উপস্থিত থাকার জন্য চেষ্টা করা হলেও কিছুতেই মানচ্ছেন না সরকারি নির্দেশ। অনুপস্থিত কর্মকর্তারা হলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা ফরিদুল ইসলাম,্ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর মোহাম্মদ, ভেটেনারি সার্জন ডাঃ তারেক আহমেদ, উপজেলা প্রকৌশলী শান্তনু ঘোষ সাগর, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুর রহমান, সাব-রেজিষ্ট্রার আয়শা সিদ্দীকা, উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) বিল্লাল হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা জন কেনেথ রিছিল, উপজেলা রিসোর্স সেন্টার এর ইন্সট্রাকক্টর মোহাম্মদ বদরুজ্জামান, একাডেমিক সুপারভাইজার মোঃ সাইফুল ইসলাম, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ কামাল আজাদ, উপ-সহকারী প্রকৌশলী (ক্ষুদ্র সেচ) ওয়াসিম আকরাম, তথ্য সেবা কর্মকর্তা,তথ্য আপা প্রকল্প রাফিজা আক্তার বিউটি, উপজেলা সমন্ময়কারী আরেকুজ্জামানসহ ১৯ জন কর্মকর্তা অনুপস্থিত রয়েছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম এ প্রতিবেদককে বলেন, উপজেলার প্রায় ১৯জন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাকে বার বার মুঠোফোনে নিয়মিত কর্মস্থলে আসার কথা বললেও তারা কিছুতেই কর্ণপাত করছেন না। ফলে করোনা ভাইরাসের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনাসহ অসহায় দুস্থদের জন্য সরকার কর্তৃক বরাদ্দকৃত ত্রাণ সামগ্রী বিতরণ করতে কিছুটা বাঁধাগ্রস্থ হতে হচ্ছে। অনুপস্থিত কর্মকর্তাদের বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন বলে জানান। Share this:FacebookX Related posts: হালুয়াঘাটে পুলিশ কর্মকর্তা কর্তৃক শহীদ পরিবারে সদস্যকে মারধরের অভিযোগ হালুয়াঘাটে কণকণে শীত উপেক্ষা করে বোর আবাদের ধুম হালুয়াঘাটে গণপরিবহন ঠেঁকাতে বসানো হচ্ছে অস্থায়ী চেক পোস্ট হালুয়াঘাটে প্রমোদ মানকিন স্মৃতি সংসদের উদ্যোগে ত্রাণ বিতরণ হালুয়াঘাটে একদিনে করোনায় আক্রান্ত-৯, মোট আক্রান্ত ১৯ হালুয়াঘাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সবজি বীজ বিতরণ হালুয়াঘাটে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত,ঘাতক আটক হালুয়াঘাটে আরো একজন করোনায় আক্রান্ত,মোট আক্রান্ত ২৬ হালুয়াঘাটে বিদ্যুৎস্পৃষ্টে এক জনের মৃত্যু হালুয়াঘাটে এক সন্তানের জননীর ফাঁসিতে ঝুলে আত্মহত্যা হালুয়াঘাটে বালু নেয়াকে কেন্দ্র করে ইউপি চেয়ারম্যানের হামলায় নিহত-১ হালুয়াঘাটে ধর্ষণ মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত SHARES Matched Content দেশের খবর বিষয়: ১৯ জনকর্মকর্তা অনুপস্থিতত্রাণ বিতরণ বাঁধাগ্রস্থবিভিন্ন দপ্তরেরহালুয়াঘাটে