হালুয়াঘাট সার্কেলে সহকারী পুলিশ সুপার খলিলুর রহমানের যোগদান

প্রকাশিত: ২:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২০
হালুয়াঘাট সার্কেলে সহকারী পুলিশ সুপার খলিলুর রহমানের যোগদান

জোটন চন্দ্র ঘোষ,হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাট সার্কেলে গতকাল রবিবার সন্ধায় (২৩ ফেব্রুয়ারি) সহকারী পুলিশ সুপার মোঃ খলিলুর রহমান যোগদান করেছেন। এ সময় হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাসের নেতৃতে¦ থানার অফিসারগণ নবাগত সহকারী পুলিশ সুপার কে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।

জানা যায়, গত ১ জানুয়ারি হালুয়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আলমগীর পিপিএম বদলী জনিত কারণে ফুলপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার দীপক চন্দ্র মজুমদার অতিরিক্ত দ্বায়িত্ব পালন করে আসছিলেন। গতকাল রবিবার সন্ধায় ফুলপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার দীপক চন্দ্র মজুমদার এর নিকট থেকে চার্জ গ্রহন করে হালুয়াঘাট সার্কেলের দ্বায়িত গ্রহন করেন।

পরে থানার অফিসারদের সাথে নিজ কক্ষে মতবিনিময় করেন। এর পূর্বে সহকারী পুলিশ সুপার মোঃ খলিলুর রহমান র‌্যাব-১২ সিরাজগঞ্জ জেলায় কোম্পানী কমান্ডার হিসেবে সফলতার সহিত দ্বায়িত পালন করেন।