ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ পরির্দশক বিপ্লব কুমার বিশ্বাস’র প্রসংশনীয় কার্যক্রম

প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২০

জোটন চন্দ্র ঘোষ,হালুয়াঘাট : ভারতের মেঘালয় রাজ্যের সিমান্ত পাদদেশঘেঁষা ময়মনসিংহের হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস সাধারণ মানুষের কাছে পুলিশের সেবা পৌঁছে দেয়ার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে ছুটে চলেছেন প্রত্যন্ত গ্রামাঞ্চলের সামাজিক ভাবে অসহায়,হতদরিদ্র, সমাজের অবহেলিত বঞ্চিত নারীসহ ক্ষুদ্র জনগোষ্ঠির দুঃখ দুর্দশার কথা শুনতে। পুলিশ বাহিনীর সুনাম ও কর্মদক্ষতার কারণে কৃতিত্ব স্বরুপ পেয়েছেন ক্রেষ্ট ও সন্মাননা পদক।

বাংলাদেশ পুলিশের আই জিপি ব্যাজ প্রাপ্ত ওসি বিপ্লব কুমার বিশ্বাস বিগত ২০০১ সনে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। ২০১৯ সনের ১৭ জুন হালুয়াঘাট থানায় যোগদান করার পর থেকেই তার কর্মদক্ষতায় পুলিশিং কাজে ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছেন। পুলিশ শাসক নয়; জনগণের বন্ধু, নিজের কর্মতৎপরতায় সাধারণ মানুষের সেবা প্রদান করে গোটা পুলিশ বাহিনীর ভামমূর্তি উজ্জ¦ল করে যাচ্ছেন।

পুলিশের দ্বায়িত্ব পালনের পাশাপাশি নিজ উদ্যোগে সামাজিক দ্বায়িত্ব পালনের মাধ্যমে উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল, ব্যবসায়ী ও সাধারণ জনগনের কাছে আস্থার মুর্ত প্রতীক হিসেবে নিজেকে সু-পরিচিত করেছেন। ওসি বিপ্লব আতংকের নাম হিসেবে প্রতিষ্ঠা করেছেন মাদক ব্যবসায়ি, জুয়াড়ি,জঙ্গীবাদ,ইভটিজার ও সমাজ বিরোধী ব্যক্তিদের নিকট। রাস্তার ধারে থানা ভবনে সর্বসাধারণের উদ্যেশ্যে বিভিন্ন দৃষ্টি নন্দন স্থানে ছন্দে ছন্দে লিখা, সড়ক দূর্ঘটনা,মাদক,ধুমপান,ইভটিজিং রোধে বাহারি রং এর ব্যানার,ফেস্টুন স্থাপন করেছেন।

অত্র উপজেলা থেকে বাল্য বিবাহ,জুয়া,ইভটিজিং,মাদক ব্যবসায়ী,নারী নির্যাতনকারী,সমাজ বিরোধী কার্যক্রমে জড়িত ব্যক্তিদের অপরাধ নির্মূল করতে উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে আলোচনা সভা,সেমিনার করে জনসেচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সর্বাতœক চেষ্টা করে যাচ্ছেন।

আলোচনা সভায় অপরাধীদের বিভিন্ন তথ্য থানা পুলিশকে অবহিত করে রাষ্ট্রের সু-নাগরিক হিসেবে সামাজিক দ্বায়িত্ব পালন করার জন্য সকলকে আহ্বান জানান। সম্প্রতি হালুয়াঘাটে প্রশংসনীয় উদ্যোগ গ্রহন করে ড্রাইভিং লাইসেন্স প্রত্যাশী মোটর সাইকেল চালকদের তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে প্রদান করেছেন তিন হাজার লার্নার কার্ড।

বিভিন্ন চাঞ্চল্যকর মামলার এজাহার নামীয় আসামীদেরকে ঘটনার সাথে সাথে গ্রেফতার,মাদক ব্যবসায়ীসহ মাদক উদ্ধার,আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক,বিভিন্ন জুয়ার মঞ্চ গুড়িয়ে দিয়ে জুয়ারীদের আটক, গ্রেফতারী পরোয়ানা তামিলসহ সাজা প্রাপ্ত আসামী আটকের ঘটনায় কৃতকর্মের স্বীকৃতি স্বরুপ গত নভেম্বর মাসে ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ পরির্দশক নির্বাচিত হয়ে কৃতকর্মের স্বীকৃতি স্বরুপ ময়মনসিংহ রেঞ্জের সাবেক ডিআইজি নিবাস চন্দ্র মাঝি এই পুলিশ কর্মকর্তাকে শ্রেষ্ঠ পুলিশ পরির্দশক এর সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করেন।

সম্প্রতি হালুয়াঘাট থানা ও হালুয়াঘাটের ঐতিহ্যবাহী শ্রী শ্রী কামাক্ষ্যা মাতার মন্দির পরির্দশন করেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি ও জেলা পুলিশ সুপার মোঃ শাহ্ আবিদ হোসেন বিপিএম (বার)। এ সময় ওসি বিপ্লব কুমার বিশ্বাস উর্ধ্বেতন কর্তৃপক্ষকে লাল গালিজা সর্ম্বধনা প্রদান করেন। অভিনব কৌশলে মাদক পাচার করার সময় ভ্যানগাড়ী ও ফেন্সিডিলসহ মাদক ব্যাবসায়ী ভ্যান চালকে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।

গত ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে থানা চত্বরে আলোকচিত্র প্রদর্শনী ও পিঠা উৎসব করে ব্যাপক ভাবে সাড়া জাগিয়েছেন। জাতির মহান শহীদদের অকৃত্রিম ভালবাসায় শ্রদ্ধাভরে স্মরণ করে কুচকাওয়াজ,ক্রীড়া প্রতিযোগীতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের পর উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে নতুন প্রজম্মের উদ্যেশ্যে প্রদান করা বক্তব্যে সারা জেলায় আলোড়ন সৃষ্টি করেছেন। “মুজিববর্ষের অঙ্গীকার,পুলিশ হবে জনতার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মুজিববর্ষ পালন উপলক্ষ্যে থানা ভবনে করেছেন আলোকচিত্র প্রদর্শনী।

থানার উন্নয়নে কর্মপরিকল্পনা নিয়ে ওসি বিপ্লব কুমার বিশ্বাস বলেন, নতুন থানা ভবনের প্রকৃত সুন্দর্য বৃদ্ধির লক্ষ্যে পুরানো টিন সেট ঘরটি ভেঙ্গে সু-স্বজিত স্যালুটিং ডাইস্ নির্মাণ পরিকল্পনা গ্রহন করেছেন। থানা কম্বাউন্ডে অফিসার ফোর্সদের শরিল স্বাস্থ্য সঠিক রাখার জন্য ওয়াকিং ওয়ে নির্মাণ করছেন। পাশাপাশি গ্রাম পুলিশদের বসার জন্য সেডঘর স্থাপনের জন্য পরিক্লপনা গ্রহন করেছেন। বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করে থানা চত্বরকে বানিয়েছেন সবুজের বিপ্লব।

বিপ্লব কুমার বিশ্বাস ময়মনসিংহ রেঞ্চের শ্রেষ্ঠ পুলিশ পরির্দশক নির্বাচিত হওয়ায় হালুয়াঘাট থানার অফিসারগণ ফুলেল শুভেচ্ছা করছেন।

বিপ্লব কুমার বিশ্বাস ময়মনসিংহ রেঞ্চের শ্রেষ্ঠ পুলিশ পরির্দশক নির্বাচিত হওয়ায় হালুয়াঘাট থানার অফিসারগণ ফুলেল শুভেচ্ছা করছেন।