ওভারটেক করতে গিয়ে বাস পানিতে, নিহত ২

প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২১

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার পাটকেলঘাটায় ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহী বাস ঘেরের পানিতে পড়ে দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।রোববার সকালে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ভৈরবনগরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শ্যামনগর উপজেলার আড়পাঙ্গাশিয়া গ্রামের মৃত মাদার মন্ডলের ছেলে রামপদ মন্ডল (৪৫) ও বাগেরহাট জেলার রামপাল উপজেলার রাজনগর গ্রামের বিপুল ঘোষের ছেলে সৌরভ ঘোষ। সে সাতক্ষীরা সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে যাত্রীবাহী একটি বাসকে ওভারটেক করার সময় সাইকেল আরোহী একজনকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ঘেরের পানিতে বাসটি নেমে যায়।

পাটকেলঘাটা থানার ওসি কাজী ওয়াহেদ মোর্শেদ জানান, ঘটনাস্থলেই পানিতে ডুবে দু’জন মারা গেছেন।

সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক তারিক ভূঁইয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাসের মধ্য থেকে দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ১০ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর।