মানিকগঞ্জে ত্রাণ-শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২১

নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জের শিবালয়ে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর উদ্দিন ডিগ্রি কলেজ প্রাঙ্গণে সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশন এ কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানে প্রায় ৩শত দুঃস্থ মানুষের মাঝে চাল, ডাল, তেলসহ বিভিন্ন খাদ্য সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করা হয়। সেই সঙ্গে অসুস্থ ব্যক্তিদের মাঝে স্বাস্থ্য সেবাও প্রদান করা হয়।

এ সময় ৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, ১৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসার মুহ: ওয়াদুদ উল্লাহ চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন।