মেহেরপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, জুন ৩০, ২০২০

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি আল নাহিয়ান খান জয় ও বিপ্লবী সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নির্দেশ মোতাবেক মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধনের নির্দেশনায়, মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ সভাপতি, মোঃ শাহজাহান আলীর নেতৃত্বে সাহারবাটি কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫০টি বৃক্ষরোপণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন গাংনী পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়ালিদ আল জাবির প্লাবন, মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফিরোজ আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব সবুজ, শেখ হুমায়ুন কবির লিখন, তপু রায়হান রবিন, সাংগঠনিক সম্পাদক সাইফ হাসান কৌশিক, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক শাকিরুজ্জামান আরিফ। আসিফ ইকবাল অনিক,সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, গাংনী উপজেলা শাখা। আরো উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা, শিমুল, আবির, তৌফিক, সাঈদ, টিপু, নাহিদ,রাকিবুল, জামিরুল, রাব্বি, আশিক, পিয়াস,তানভীর প্রমুখ।

এ সময় মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ শাহজাহান আলী জানান মেহেরপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে গাংনী উপজেলায় আরো ১০০০ গাছ রোপন চলমান থাকবে।