বাগেরহাটে করোনা প্রতিরোধে অভিযান চলাচ্ছে সেনাবাহিনী

প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২০

অনলাইন ডেস্ক : বাগেরহাটে করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধ ও সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে সেনা বাহিনীর সদস্যরা আজ (রবিবার) জেলার ফকিরহাট ও মোল্লাহাট উপজেলাসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছে।

করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধ ও সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে সেনা বাহিনীর সদস্যরা মাইকিং করে সবাইকে ঘরে থাকতে বলছেন। সড়ক, ফুটপথ ও দোকানে জীবানুনাশক স্প্রে করছে। সকাল থেকে জেলার বিভিন্ন পয়েন্টে চেকপোষ্ট বাসিয়েছে ঢাকান নারায়নগঞ্জসহ করোনা আক্রান্ত জেলাগুলো থেকে কোন লোক যাতে বাগেরহাট জেলায় ঢুকতে না পারে সেজন্য তল্লাশী চালানো হচ্ছে।

বাগেরহাটে যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা জারী করেছে। শুধুমাত্র রোগীবাগী এ্যাম্বুলেন্স, সাংবাদ সংগ্রহের গাড়ী, নিত্য প্রয়োজনীয় ও জরুরী সেবা, খাদ্র সরবারাহ, করোনা প্রতিরোধ ও মানবিক সহায়তার কাজে নিয়োজিত এবং সরকারী যানবাহন সমূহু স্বাভাবিকভাবে চলমান থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে সেনা বাহিনীর সদস্যরা জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। কোন কারন ছাড়া রাস্তায় বের হলে জরিমানা আদায় করা হচ্ছে।