শার্শা উপজেলায় স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২১ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধিঃ “শিক্ষা নিয়ে গড়ব দেশ,শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্য দিয়ে নতুন বছরে শার্শা উপজেলাতে বই বিতরণ শুরু করা হয়েছে। যশোরের শার্শা উপজেলার গোগা কালিয়ানী প্রাথমিক বিদ্যালয়ে নতুন বছরের শুরুতেই গোগা ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রশীদের সভাপতিত্বে শুক্রবার ১ জানুয়ারি সকাল ১০টার সময় ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ করেন যশোর-১, শার্শা আসনের সাংসদ শেখ আফিল উদ্দিন এমপি। বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি শেখ আফিল উদ্দিন বলেন, করোনাভাইরাস মহামারীর কারণে শার্শা উপজেলাতে এবার কোন বই উৎসব না হলেও শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেয়া হবে। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি মাথায় রেখে এ বছর প্রতিটি শ্রেণীর বই বিতরণের জন্য তিন দিন করে সময় দেয়া হবে। বই বিতরণের পুরো প্রক্রিয়া স্বাস্থ্যবিধি মেনে করা হবে। এখন পর্যন্ত স্কুল কলেজ না খুললেও পাঠ্য কার্যক্রম অব্যাহত রাখতে নির্ধারিত সময়ের মধ্যেই এই বই বিতরণ করার কথা জানান তিনি। উল্লেখ্য, ৫৬২ জন ছাত্র-ছাত্রীদের মাঝে আজ এবং আগামীকাল ১ ম থেকে ৮ম শ্রেণী পর্যন্ত বই বিতরণ হবে। সারাদেশে এ বছর বিনামূল্যে প্রায় চার কোটি ১৭ লাখ শিক্ষার্থীদের মোট সাড়ে ৩৪ কোটি বই দেয়া হবে। এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিরাজুল হক মঞ্জু, শার্শা উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান ,শার্শা উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক সালেহ আহম্মেদ মিন্টু, যশোর জেলার সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ-উদ-দৌলাহ্ সর্দার অলোক, যশোর জেলা পরিষদের সদস্য ও উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল ও আসাদুজ্জামান বাবলু,উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ। এছাড়াও উপস্থিত ছিলেন, শার্শা উপজেলার ১১টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, বেনাপোল পৌর আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক মুকুল, বেনাপোল পৌর আ’লীগের সাধারন সম্পাদক মোঃ নাসির উদ্দীন, শার্শা উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুর রহিম সর্দার, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন রাসেলসহ অন্যান্য নেতৃবৃন্দ। Share this:FacebookX Related posts: চিতলমারীতে বই উৎসব ২০২০ পালিত নতুন বইয়ের উৎসবে খুলনার শিক্ষার্থীরা এস. এম. কামাল হোসেনকে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন যে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকই একমাত্র ভরসা! চিতলমারীতে ৯০টি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নেই! কর্তৃপক্ষের গাফেলতিতে পরীক্ষা দিতে পারলেন না ৫ শিক্ষার্থী অবৈধ গাইড-গ্রামার বই জব্দ, আটক ২ শহীদ মিনার নেই যশোরের ৬৫০ শিক্ষা প্রতিষ্ঠানে চিতলমারীতে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ স্কুল বন্ধ থাকলেও পিছিয়ে নেই খুদে শিক্ষার্থীদের পড়ালেখা স্কুল-কলেজ বন্ধ : স্মার্ট ফোনে ফ্রি ফায়ার পাবজী গেমের আসক্ত শিক্ষার্থীরা বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মিলন মেলা ও চড়ইভাতি অনুষ্ঠিত SHARES Matched Content খুলনা বিভাগ বিষয়: শার্শা উপজেলায়শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণস্বাস্থ্যবিধি মেনে