নিষেধাজ্ঞা উপেক্ষা করে মৎস্য আহরণ শরণখোলায় জাল ও মাছসহ ট্রলার আটক

প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, জুলাই ১, ২০২০

অনলাইন ডেস্ক : বাগেরহাটের শরণখোলায় ইলিশ আহরনের নিষেধাজ্ঞা অমান্য করে মৎস্য আহরন করায় জাল ও মাছ সহ এফ.বি মা-বাবার দোয়া নামের একটি ট্রলার আটক করা হয়েছে। বুধবার শরণখোলা মৎস্য অবতরণ কেন্দ্রে আটককৃত মাছ নিলামে বিক্রি করা হয়েছে।

উপাজেলা মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় জানান, মঙ্গলবার মধ্য রাতে বলেশ্বর নদীতে নিয়মিত টহল কালে তারা একটি ট্রলার দেখতে পেয়ে থামানোর জন্য সংকেত দেয়। সংকেত পেয়ে ট্রলারটি দ্রুত বাগেরহাট অভিমুখে চালাতে থাকে। পরে ধাওয়া করে ট্রলারটি আটক করা হয়। ট্রলারটির মালিক ফোরকান মিয়ার বাড়ী বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায়।

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন বলেন, নিয়মিত টহল কালে সন্দেহ জনক গতিবিধির কারনে ট্রলারটি আটক করা হয়। সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মৎস্য আহরণের দায়ে ট্রলার মালিক কে ৫০ হাজার টাকা জরিমানা ও আহরিত মাছ ১ লাখ ৫২ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়েছে।