খুলনায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২০ খুলনায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত আতিয়ার রহমান,খুলনা : ‘সবাই মিলে হাত মেলাই, নিরাপদ খাদ্য নিশ্চিত চাই’ এই প্রতিপাদ্য নিয়ে গতকাল খুলনায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে সকালে খুলনা কালেক্টরেট চত্ত্বরে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতায় খুলনা জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে। আলোচনা সভায় বক্তারা বলেন, উৎপাদন থেকে শুরু করে খাবার টেবিল পর্যন্ত সকল খাবার নিরাপদ করতে হবে। নিরাপদ খাদ্য সকলের অধিকার। অনিরাপদ খাদ্য গ্রহণে ক্যান্সার কিডনিরোগ, বিকলাঙ্গতাসহ মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির সৃষ্টি হয়। এজন্য পুষ্টিকর ও নিরাপদ খাদ্য সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি অত্যন্ত জরুরি। সরকার সকলের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিরাপদ খাদ্য আইন ২০১৩ প্রণয়ন করেছে। সকল খাদ্য নিরাপদ রাখতে সরকারের পাশাপাশি সকলকে একসাথে কাজ করার আহবান জানান বক্তারা। খুলনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসর ম. জাভেদ ইকবাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ তানভীর রহমান, খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোঃ নজরুল ইসলাম, কেসিসি’র প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রেজাউল করিম, জেলা বাজার কর্মকর্তা মোঃ আব্দুস সালাম তরফদার প্রমুখ। এর আগে শহিদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে খুলনা কালেক্টরেট চত্ত্বরে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। Share this:FacebookX Related posts: খুলনা টুটপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই বিতরণ খুলনায় সাংবাদিক পান্নুর উপর হামলা,আসামীদের গ্রেফতার করতে ব্যার্থ পুলিশ খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক খুলনা সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্নপূরী স্কুলে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন খুলনা ডুমুরিয়া ভোকেশনাল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নির্মাণ প্রকল্প খুলনা কয়রায় কপোতাক্ষের ভেড়ীবাঁধে ধস প্লাবিত হওয়ার শঙ্কা এলাকাবাসীর খুলনা বটিয়াঘাটায় সন্ত্রাস জঙ্গিবাদ ও মাদক বিরোধী মতবিনিময় খুলনা সুন্দরবনের গোলপাতা সংগ্রহে আগ্রহ কমেছে বাওয়ালীদের খুলনা কয়রার বেড়ি বাঁধ ভাঙন আতঙ্কে ঘর ছাড়ছে মানুষ খুলনা জেলা রেডক্রিসেন্টের পক্ষ থেকে জেলা প্রশাসনকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান খুলনা ডুমুরিয়া উপজেলা ভদ্রা নদীর শোভনা সেতু মেরামতের নামে চাঁদার অভিযোগ খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা SHARES Matched Content খুলনা বিভাগ বিষয়: খুলনাজাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত