কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যের মেয়ের বিয়ের ব্যবস্থা করলেন এসপি

প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২০

নিজস্ব প্রতিবেদক : কনস্টেবল আনোয়ার উল্যাহ ২০০৯ সালে কক্সবাজার জেলার চকোরিয়া থানায় কর্তব্যরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় নিহত হন। আর্থিক অস্বচ্ছলতার কারণে তার স্ত্রী জোয়েদা আক্তার সেজ মেয়ে আসমাউল হোসনা মুক্তা’র বিয়ের খরচ জোগাতে হিমশিম খাচ্ছিলেন। সংবাদ পেয়ে পুলিশ সুপার মো. আলমগীর হোসেন এর নেতৃত্বে পাশে এসে দাঁড়ায় নোয়াখালী জেলা পুলিশ।

সোমবার সুধারাম থানা ৮নং এওজবালিয়া ইউনিয়নের পূর্ব এওজবালিয়া গ্রামে কনে নিজ বাড়িতে আয়োজন করে বিয়ের। বর রিয়াজ উদ্দিন আজাদ একই ইউনিয়নের চর শুল্যকিয়া গ্রামের বাসিন্দা।

জেলা পুলিশের প্রীতি উপহার নিয়ে কনের বাড়ীতে যান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতি খীসা, অতিরিক্ত পুলিশ সুপার (ইন-সার্ভিস ট্রেইনিং সেন্টার) মো. সাজ্জাদ হোসেন ও সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ মো. নবীর হোসেন।

পিতার অবর্তমানে অভিভাবকের দায়িত্ব পালন করায় পুলিশ সুপার মো. আলমগীর হোসেন এর প্রতি অসীম কৃতজ্ঞতা প্রকাশ করেন কনে আসমাউল হোসনা মুক্তা ও তার বিধবা মা জোয়েদা আক্তার।