নোবিপ্রবি ভিসির পদত্যাগ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২৪ অনলাইন ডেস্ক : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য ড. দিদারুল আলম পদত্যাগ করেছেন। মঙ্গলবার মেইলের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর তিনি পদত্যাগপত্র পাঠান বলে জানা যায়। তার পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন। একই দিন সকাল সাড়ে ১০টার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) স্বমনয়ক আলজকি হোসেন। ড. দিদারুল আলমের পদত্যাগ পত্রে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার (ক) স্মারকের মাধ্যমে প্রথম মেয়াদে এবং (খ) নং স্মারকের মাধ্যমে ভাইস চ্যান্সেলর পদে দ্বিতীয় মেয়াদে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যোগদান করি। বর্তমানে ব্যক্তিগত ও পারিবারিক কারণে আমি অনতিবিলম্বে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এর পদ থেকে পদত্যাগ করছি। উল্লেখ্য, ২০২০ সালের ৩০শে জুন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৃত্তিকা,পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগেরর অধ্যাপক চাকরি থেকে অবসর গ্রহণ করি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) স্বমনয়ক আলজকি হোসেন বলেন, এখনো উপ-উপাচার্য ড. মোহাম্মদ আব্দুল বাকি ও রেজিস্ট্রার জসিম উদ্দিনের পদত্যাগ করেনি। তাদের পদত্যাগের দাবিতেও আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। Share this:FacebookX Related posts: রাত ১২টা থেকে ফেনী ‘লকডাউন’ জ্বরে আক্রান্ত তরুণের মৃত্যু কবিরাজের ঝুলন্ত লাশ উদ্ধার নোয়াখালীতে থানার ওসিসহ আক্রান্ত আরও ৬২ আখাউড়ায় শিশু অপহরণ করে ৫ হাজার টাকা মুক্তিপণ দাবি বিজয়নগরে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নোয়াখালীতে স্বাচিপের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন রামগতি পৌর নির্বাচনে নৌকার পক্ষে কেন্দ্রীয় নেতাদের পথসভা নোয়াখালীতে বেশি ভাড়া আদায় করায় কাউন্টার ম্যানেজারকে ৭ দিনের কারাদন্ড কোম্পানীগঞ্জে ইঁদুর মারার বিষ খেয়ে বিএনপি নেতার মৃত্যু ডাক্তারের সিল ব্যবহার করায় ৫০ হাজার টাকা জরিমানা নোয়াখালীতে বিদ্যুৎ স্পৃষ্টে নিরাপত্তা প্রহরীর মৃত্যু SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: নোবিপ্রবিভিসির পদত্যাগ