কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ ‘ডাকাত’ নিহত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২০ অনলাইন ডেস্ক : কুমিল্লায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে রবিবার রাতে এক ‘ডাকাত’ নিহতের কথা জানিয়েছে পুলিশ। নিহত মাজহারুল ইসলাম দেবিদ্বার উপজেলার মাশিকাড়া গ্রামের মৃত মঈন উদ্দিনের ছেলে। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হকের ভাষ্য, কুমিল্লা-সিলেট মহাসড়কের পশ্চিমসিংহ এলাকায় সংঘবদ্ধ একটি ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদে পুলিশ সেখানে অভিযান চালায়। উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে গোলাগুলির একপর্যায়ে ‘ডাকাত’ মাজহারুল গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলেও জানান তিনি। ওসি মোজাম্মেল হক জানান, নিহত মাজহারুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতিসহ বিভিন্ন অভিযাগে ৪-৫টি মামলা রয়েছে। এসময় ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, দেশীয় অস্ত্রসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। Share this:FacebookX Related posts: রোহিঙ্গা ক্যাম্পে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত কুমিল্লায় অস্ত্র-গুলিসহ ডাকাত দলের ১১ সদস্য গ্রেফতার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় আনন্দমেলা নোয়াখালীতে ১২ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত কুমিল্লায় পরিত্যক্ত প্লাস্টিকের বোতলে বাড়ি নির্মাণ কুমিল্লার দেবিদ্বারে দীর্ঘ ৮ বছর ধরে ভেঙে আছে সেতু পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৩ সন্ত্রাসী নিহত টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ২ রোহিঙ্গা নিহত বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৩ রোহিঙ্গা নিহত ছাগলনাইয়ায় বন্দুকযুদ্ধে নিহত ১ বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: কুমিল্লাডাকাত নিহতবন্দুকযুদ্ধে